জিতলেই সিরিজ নিশ্চিত, হারলেই সমতায় ফিরবে বাংলাদেশ—এমন সমীকরণে আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। প্রথম ম্যাচে জিতে এগিয়ে থাকা আফগানিস্তান টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু শুরু থেকেই তারা পড়ে ব্যাটিং বিপর্যয়ে।
ইনিংসের শুরুতেই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, সাদিকুল্লাহ অটল, অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ও মিডলঅর্ডারের আজমতউল্লাহ ওমরজাই একে একে সাজঘরে ফেরেন।
তবে দলের এই ধ্বসে একাই হাল ধরেছেন ওপেনার ইবরাহিম জাদরান। ইনিংসের শুরু থেকেই তিনি খেলছেন দায়িত্বশীল ব্যাটিং। ইতোমধ্যে তুলে নিয়েছেন ক্যারিয়ারের অষ্টম ফিফটি, আর এগিয়ে যাচ্ছেন সপ্তম ওয়ানডে সেঞ্চুরির পথে।
সঙ্গে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি, যিনি সপ্তম পজিশনে নেমে আফগান ইনিংসকে স্থিতিশীল করতে চেষ্টা করছেন।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল তানজিম হাসান সাকিব, যিনি আফগান ওপেনিং জুটি ভেঙে শুরুটা এনে দেন। এরপর তানভীর ইসলাম, মেহেদি হাসান মিরাজ এবং রিশাদ হোসেন একে একে তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেটগুলো।
রহমত শাহ ব্যথা পেয়ে মাঠ ছাড়ার পর আফগান ইনিংস আরও বিপাকে পড়ে। হাশমতউল্লাহ শহিদি বোল্ড হন মিরাজের বলে, আর আজমতউল্লাহ ওমরজাই তিন বল খেলে শূন্য রানে ফেরেন রিশাদের শিকার হয়ে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের স্কোর ৭৯ রানে ৫ উইকেট, ইনিংসের এক প্রান্তে অবিচল রয়েছেন ইবরাহিম জাদরান, যিনি একাই লড়ছেন দলের বিপর্যয়ের বিরুদ্ধে।


