বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এনসিপি নেতাদের উদ্দেশে বলেছেন, “আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না—এমন অযাচিত বিতর্ক সৃষ্টি করে কেন সময় নষ্ট করছেন? এতে ঐক্যবদ্ধ চেতনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুর রাজবাড়ী মাঠে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “আপনারা চান শাপলা প্রতীক। সেটা জাতীয় প্রতীক ও জাতীয় ফুল—এ বিষয়ে আপনারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু ধানের শীষকে এর সঙ্গে টানার অর্থ নেই। ধানের শীষ ৪৭ বছরের নির্বাচনী প্রতীক, মওলানা ভাসানীর দল থেকেও এ প্রতীকের ঐতিহ্য এসেছে। এখন বলছেন, শাপলা না দিলে ধানের শীষও না—এটা যেন ছোট ভাইয়ের অভিমানী দাবি। এই আচরণ ঐক্যবদ্ধ রাজনীতির পরিপন্থী।”
তিনি আরও বলেন, “ধানের শীষ আপনার জন্মের আগেই বিএনপির নির্বাচনী প্রতীক ছিল। এটিকে প্রশ্নবিদ্ধ করা মানে জোটের ভিত দুর্বল করা।”
স্বৈরশাসক শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, “দেশে গভীর চক্রান্ত চলছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন—তাকে ফেরানোর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে তার ও তার স্বজনদের নামে বাড়ি-জমি। গোটা দেশটাই যেন তার রাজত্ব।”
নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে রিজভী বলেন, “যারা জনগণের মাঝে ভীতি সৃষ্টি করে, দুর্নীতিবাজ বা অপরাধী, তারা বিএনপির সদস্য হতে পারবে না। তবে শ্রমিক, কৃষক, শিক্ষক, চাকরিজীবী—যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা সবাই সদস্য হতে পারবেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, মাহবুবুল ইসলাম, যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু, ডা. জাহিদুল কবির ও তৌহিদুর রহমান আওয়াল প্রমুখ।


