শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিংনিউজ-
ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ মানবতাবিরোধী মামলার ১৫ সেনা কর্মকর্তা কারাগারে: প্রথম দিন কেমন কাটল দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৫ যে আসনে বিজয়ী প্রার্থীর দল সরকার গঠন করে: সিলেট-১ আসনে উত্তাপ বাড়ছে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে জর্জরিত দক্ষিণ আফ্রিকা
Headline
Wellcome to our website...
টেনেসিতে সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬
প্রকাশ কাল | রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৭:৩৬ পূর্বাহ্ন
টেনেসি বিস্ফোরণ, যুক্তরাষ্ট্র দুর্ঘটনা, সামরিক বিস্ফোরক কারখানা, Accurate Energetic Systems, বিস্ফোরণে নিহত ১৬, FBI তদন্ত, শেরিফ ডেভিস
ফাইল ছবি | সংগৃহীত

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার (১১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) হামফ্রিজ কাউন্টির বাকসনোর্ট এলাকায় অবস্থিত ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ কোম্পানির সদর দপ্তরে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ১৮ জন নিখোঁজ রয়েছে। তবে পরে কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের মধ্যে দুইজন ওই সময় ঘটনাস্থলে ছিলেন না। তারা নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন কাউন্টির শেরিফ ডেভিস।

শনিবার সংবাদ সম্মেলনে শেরিফ ডেভিস বলেন, “আমরা তাদেরকে শুধু নিহত নই, আমাদের প্রিয়জন হিসেবে দেখছি। এটি আমাদের সবার জন্য গভীর শোকের মুহূর্ত।” তিনি আরও জানান, উদ্ধার তৎপরতা এখন পুনরুদ্ধার পর্যায়ে গেছে এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সহায়তা নেওয়া হবে।

এফবিআই এবং ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ)-এর তদন্তকারীরা ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছেন। তবে এখনো বিস্ফোরণের কারণ জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে থাকা বিপুল পরিমাণ বিস্ফোরক ও সামরিক উপকরণ উদ্ধার কার্যক্রমকে জটিল করে তুলেছে।

শেরিফ ডেভিস বলেন, “দুর্ঘটনায় কোনো অপরাধমূলক তৎপরতা ছিল কি না, তা নিশ্চিত হতে দিন, সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে।”

এক বিবৃতিতে ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ ঘটনাটিকে ‘একটি দুঃখজনক দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছে এবং উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। তবে বিস্ফোরণের সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়নি প্রতিষ্ঠানটি। সংস্থাটির প্রধান কার্যালয়ে আটটি উৎপাদন ভবন ও একটি মাননিয়ন্ত্রণ ল্যাব রয়েছে।

এই পাতার আরো খবর
Our Like Page