জুলাই ঘোষণাপত্র সংশোধন ও সংযোজনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবসংলগ্ন সচিবালয়ের উত্তর গেটে অবস্থান নিয়েছেন জুলাইযোদ্ধারা।
সোমবার (১৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে তারা সচিবালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুরো এলাকা মুখর হয়ে ওঠে তাদের স্লোগানে— “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।”
জানা গেছে, সকাল ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন জুলাইযোদ্ধারা। “জুলাইযোদ্ধা সংসদ” নামে একটি সংগঠনের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অংশগ্রহণকারীরা সেখানে জড়ো হন এবং পরবর্তীতে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হন।
বিক্ষোভে সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবি উপস্থাপন করা হয়—
১️⃣ জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ এবং জুলাই আহতদের ‘বীর’ খেতাব দিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
২️⃣ শহীদ পরিবার ও আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও আজীবন মাসিক সম্মাননা চালু রাখতে হবে।
৩️⃣ জুলাই ঘোষণাপত্র সংশোধন করে তা জুলাই সনদে স্থায়ীভাবে যুক্ত করতে হবে এবং এর আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।
৪️⃣ জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে বাস্তবায়ন করতে হবে এবং আওয়ামী লীগসহ সহযোগী দলগুলোকে নিষিদ্ধ করতে হবে।
৫️⃣ দেশের যেকোনো সিদ্ধান্ত গ্রহণে জুলাইযোদ্ধাদের মতামতকে গুরুত্ব দিতে হবে।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালমান হোসেন জানান, “আমাদের ১১ জন প্রতিনিধি সচিবালয়ে প্রবেশ করেছেন স্মারকলিপি জমা দিতে।”
তিনি আরও বলেন, “ভেতর থেকে যদি পজিটিভ কোনো আশ্বাস আসে, তাহলে আমরা শাহবাগে ফিরে গিয়ে অবস্থান কর্মসূচি সমাপ্ত করব। কিন্তু যদি কোনো ইতিবাচক বার্তা না পাই, তাহলে আমরা উত্তর গেটে অবস্থান চালিয়ে যাব।”
অন্যদিকে, জুলাইযোদ্ধা আব্দুল হাকিম হাবিব বলেন, “সকাল ১০টার দিকে আমরা প্রথমে শাহবাগে অবস্থান নিয়েছিলাম। পরে সচিবালয়ে স্মারকলিপি দিতে যাই। পুলিশ আমাদের উত্তর গেটে আটকে দেয়।”
এ সময় সচিবালয়ের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয় এবং যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।


