জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ছোটপর্দা, ওটিটি সিরিজ ও বড়পর্দায় অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ে আপাতত কিছুটা বিরতি থাকলেও সম্প্রতি তিনি হাজির হয়েছেন এক নতুন ভূমিকায় — পারফিউম ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে।
সম্প্রতি রাজধানীতে আয়োজিত একটি পারফিউম ব্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাসনিয়া ফারিণ ও অভিনেত্রী সাবিলা নূর। সেখানে নিজের পারফিউম–পছন্দ ও অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলেন ফারিণ।
অভিনেত্রী বলেন,
“আমি ভীষণ খুশি যে এই আয়োজনে অংশ নিতে পেরেছি। পারফিউম শুধু ঘ্রাণ নয়, এটি এক ধরনের আত্মপ্রকাশও। আমি সবসময় নিজের মুড ও ব্যক্তিত্ব অনুযায়ী পারফিউম বেছে নিই।”
ফারিণ জানান, তিনি পারফিউম লেয়ারিং করতে ভালোবাসেন—মানে একসঙ্গে একাধিক পারফিউম ব্যবহার করে নতুন ঘ্রাণ তৈরি করেন।
“একটা ফেড হয়ে গেলে অন্যটার ঘ্রাণ থেকে যায়। এটা আসলে ‘মিক্স অ্যান্ড ম্যাচ’-এর মতো। এতে নিজের মতো একটা সিগনেচার ঘ্রাণ তৈরি হয়।”
পারফিউম উপহার হিসেবে পেতেও ভালোবাসেন ফারিণ। তিনি বলেন,
“একটা পারফিউম উপহার পাওয়া সত্যিই দারুণ লাগে। এতে বোঝা যায়, উপহার দেওয়া মানুষের রুচি কেমন। অনেক সময় গিফট হিসেবে পাওয়া কোনো পারফিউম এত পছন্দ হয় যে, পরে নিজেই সেটি কিনে ব্যবহার করি।”
উদ্বোধনী আয়োজনে সাবিলা নূরও উপস্থিত ছিলেন এবং তিনিও নিজের পছন্দের পারফিউম ও ঘ্রাণ নিয়ে মতামত জানান।
তাসনিয়া ফারিণের মতে, পারফিউম শুধু বাহ্যিক সাজসজ্জা নয়, বরং এটি নিজের অনুভব, মুড ও ব্যক্তিত্বের একটি সূক্ষ্ম ভাষা।


