স্পোর্টস ডেস্ক
ভারতের তরুণ ক্রিকেট প্রতিভা বৈভব সূর্যবংশী এবার আরও এক ধাপ এগিয়ে গেল। মাত্র ১৪ বছর বয়সেই বিহার ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছে এই ক্রিকেটার। আসন্ন রঞ্জি ট্রফির প্রথম পর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন, যেখানে বড় দায়িত্বে দেখা যাবে বৈভবকে।
আইপিএল শেষে জাতীয় দলের হয়েও আলোচনায় এসেছে এই তরুণ প্রতিভা। টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট—সব ফরম্যাটেই ধারাবাহিক সাফল্য দেখিয়েছে সে। সম্প্রতি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে গিয়ে নজর কাড়ে বৈভব। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে ১১৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছিল সে। এর আগে ইংল্যান্ড সফরে ৫টি ওয়ানডে ম্যাচে ৭১ গড়ে মোট ৩৫৫ রান করে, যার মধ্যে ছিল ১৪৩ রানের দুর্দান্ত ইনিংস।
রঞ্জি ট্রফিতে বৈভবের এটি দ্বিতীয় মরশুম। গত মৌসুমে ১২ বছর ২৮৪ দিন বয়সে তার অভিষেক হয় বিহার দলের হয়ে। সে সময় ৫টি ম্যাচ খেলে ১০০ রান করে, সর্বোচ্চ ইনিংস ছিল ৪১। এবারের মরশুমে নিজের পারফরম্যান্স আরও উন্নত করার লক্ষ্য নিয়েই মাঠে নামছে বৈভব।
১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে নতুন মরশুমের রঞ্জি ট্রফি। সাকিবুল গনি থাকবেন বিহার দলের অধিনায়ক হিসেবে। প্রথম ম্যাচে অরুণাচল প্রদেশের মুখোমুখি হবে বিহার, আর দ্বিতীয় ম্যাচে (২৫ অক্টোবর) প্রতিপক্ষ মণিপুর। ক্রিকেটপ্রেমীদের এখন চোখ বৈভবের দিকে—ব্যাট হাতে ও সহ-অধিনায়ক হিসেবে কেমন পারফরম্যান্স করে সে, তা দেখার অপেক্ষায় সবাই।


