মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী, পালালেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী।
বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সেনাবাহিনীর এলিট ইউনিট “কাপসাট” মঙ্গলবার (১৪ অক্টোবর) ক্ষমতা দখলের ঘোষণা দেয়।
বিদ্যুৎ ও পানির সংকট থেকে দুর্নীতিবিরোধী আন্দোলন
দুই সপ্তাহ আগে রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন শহরে বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংকটের প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নামে।
ধীরে ধীরে বিক্ষোভ দুর্নীতিবিরোধী আন্দোলন ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রূপ নেয়।
বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আন্দ্রির পদত্যাগের দাবি তুলতে থাকেন।
সেনারা বিক্ষোভে যোগ দেয়
গত শনিবার সেনাবাহিনীর ক্ষমতাধর এলিট ইউনিট “কাপসাট” ব্যারাক থেকে বেরিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়।
এ ঘটনাকে কেন্দ্র করে আন্দ্রির সরকারের পতন প্রায় নিশ্চিত হয়ে পড়ে।
দুই দিন পর সোমবার জানা যায়, প্রেসিডেন্ট আন্দ্রি ফ্রান্সের সামরিক বিমানে করে দেশ ত্যাগ করেছেন।
রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তিনি নিশ্চিত করেন যে, “জীবন রক্ষার স্বার্থে একটি নিরাপদ স্থানে আছি।”
সংসদের অভিশংসন ও সেনা হস্তক্ষেপ
প্রেসিডেন্টের দেশত্যাগের পর মাদাগাস্কারের সংসদ আন্দ্রির অভিশংসনের উদ্যোগ নেয়।
কিন্তু আন্দ্রি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন, যা সংসদ সদস্যরা “অবৈধ” বলে প্রত্যাখ্যান করে অভিশংসন প্রক্রিয়া অব্যাহত রাখেন।
অবশেষে সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেয় এবং দেশ পরিচালনায় একটি অন্তর্বর্তী সামরিক কমিটি গঠনের কথা জানায়।
🪖 সেনাবাহিনীর বিবৃতি
সেনাবাহিনীর কর্নেল মিখায়েল রান্দ্রিয়ানিরিনা জানান—
“সেনা, প্যারামিলিটারি এবং পুলিশের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হবে, যা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে।
পরে একটি বেসামরিক সরকার গঠনের উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, পরিস্থিতি অনুযায়ী কমিটিতে বেসামরিক উপদেষ্টারাও অন্তর্ভুক্ত করা হতে পারে।
ইতিহাসের পুনরাবৃত্তি
উল্লেখযোগ্য বিষয় হলো, একই কাপসাট ইউনিটই ২০০৯ সালে আন্দ্রিকে প্রথমবার ক্ষমতায় বসতে সহায়তা করেছিল,
যখন তিনি তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে সরিয়ে দেন।
১৬ বছর পর সেই একই ইউনিট এবার তার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।
সূত্র: রয়টার্স, বিবিসি, এএফপি


