মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬, রাসায়নিক গুদামে এখনো আগুন জ্বলছে
ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। আগুন লাগে মঙ্গলবার দুপুরে কসমিক ফার্মা নামের একটি রাসায়নিক গুদাম ও এর পাশের পোশাক কারখানায়।
ফায়ার সার্ভিস জানায়, সাড়ে সাত ঘণ্টা পরও রাসায়নিকের গুদামের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।
ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে আনার কাজে ১২টি ইউনিট অংশ নেয়।
তিনি বলেন,
“দুটি স্থাপনায় একই সঙ্গে আগুন জ্বলতে দেখা গেছে। এখনো নিশ্চিত হওয়া যায়নি গার্মেন্টস কারখানা থেকে আগুন ছড়িয়েছে নাকি কেমিকেল গোডাউন থেকে।”
প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দগ্ধদের অবস্থা
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
আগুনের সূত্রপাত নিয়ে তদন্ত শুরু
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পোশাক কারখানার আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও রাসায়নিক গুদামের আগুন সন্ধ্যা পর্যন্ত জ্বলছিল।
অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জাতীয় বার্ন ইনস্টিটিউট


