শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
নভেম্বরের মধ্যেই গণভোট চাই: সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান নির্বাচনের আগে সংঘাত অবশ্যম্ভাবী: মাহফুজ আলমের সতর্কবার্তা এবার সামিরাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি: শিরীন পারভিন হক ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ
Headline
Wellcome to our website...
চবি চাকসু নির্বাচনে বিভিন্ন স্থানে মব সৃষ্টি করা হয়েছে: শিবির সমর্থিত ভিপি প্রার্থী
প্রকাশ কাল | বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৪:২১ অপরাহ্ন
চবি চাকসু নির্বাচন, ছাত্রশিবির, সম্প্রীতির শিক্ষার্থী জোট, ইব্রাহিম হোসেন রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ছাত্রসংসদ নির্বাচন ২০২৫, নির্বাচন কমিশন, মব সৃষ্টি অভিযোগ
ছবি সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ইব্রাহীম হোসেন রনি অভিযোগ করেছেন যে, নির্বাচনের বিভিন্ন স্থানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করে মব সৃষ্টি করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।

ইব্রাহীম হোসেন রনি বলেন,

“সারাদিন ভোটগ্রহণ হয়েছে। আমাদের এক বন্ধু ভোট দিতে পারেনি। আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করা হয়েছে। একটি ছাত্র সংগঠন তাদের লোকজনকে ১ নম্বর গেটে নিয়ে এসেছে। আমরা একটা শঙ্কার পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।”

তিনি আরও জানান,

“আমরা মৌখিক ও লিখিতভাবে অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করেছি। তারা মৌখিক অভিযোগের জবাব দিলেও লিখিত অভিযোগের কোনো ব্যবস্থা নিতে দেখিনি।”

এক প্রশ্নের জবাবে রনি বলেন,

“আমাদের ভোট সুষ্ঠু হয়েছে কিনা, সেটা জানাবে নির্বাচন কমিশন। আমাদের যতগুলো অভিযোগ ছিল, সেগুলো জমা দিয়েছি। আমরা চাই সুষ্ঠুভাবে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হোক।”

চবি চাকসু নির্বাচনে এর আগেও ছাত্রদল মনোনীত ও অন্যান্য প্যানেলের পক্ষ থেকেও অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।

এই পাতার আরো খবর
Our Like Page