চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ইব্রাহীম হোসেন রনি অভিযোগ করেছেন যে, নির্বাচনের বিভিন্ন স্থানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করে মব সৃষ্টি করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।
ইব্রাহীম হোসেন রনি বলেন,
“সারাদিন ভোটগ্রহণ হয়েছে। আমাদের এক বন্ধু ভোট দিতে পারেনি। আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করা হয়েছে। একটি ছাত্র সংগঠন তাদের লোকজনকে ১ নম্বর গেটে নিয়ে এসেছে। আমরা একটা শঙ্কার পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।”
তিনি আরও জানান,
“আমরা মৌখিক ও লিখিতভাবে অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করেছি। তারা মৌখিক অভিযোগের জবাব দিলেও লিখিত অভিযোগের কোনো ব্যবস্থা নিতে দেখিনি।”
এক প্রশ্নের জবাবে রনি বলেন,
“আমাদের ভোট সুষ্ঠু হয়েছে কিনা, সেটা জানাবে নির্বাচন কমিশন। আমাদের যতগুলো অভিযোগ ছিল, সেগুলো জমা দিয়েছি। আমরা চাই সুষ্ঠুভাবে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হোক।”
চবি চাকসু নির্বাচনে এর আগেও ছাত্রদল মনোনীত ও অন্যান্য প্যানেলের পক্ষ থেকেও অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।


