শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
নভেম্বরের মধ্যেই গণভোট চাই: সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান নির্বাচনের আগে সংঘাত অবশ্যম্ভাবী: মাহফুজ আলমের সতর্কবার্তা এবার সামিরাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি: শিরীন পারভিন হক ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ
Headline
Wellcome to our website...
চবি চাকসু নির্বাচনে শিল্পী রশিদ হলের ফলাফল ঘোষণা, এগিয়ে ছাত্রদল
প্রকাশ কাল | বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৪:১০ অপরাহ্ন
চবি চাকসু নির্বাচন, ছাত্রদল প্যানেল, শিল্পী রশিদ হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন, ছাত্রসংসদ নির্বাচন ২০২৫, সম্প্রীতির শিক্ষার্থী জোট, চাকসু ফলাফল, ছাত্ররাজনীতি
ছবি সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের শিল্পী রশিদ হোস্টেলের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে এগিয়ে রয়েছে ছাত্রদল মনোনীত প্যানেল। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এই হোস্টেলে মোট ১৫৬ জন ভোটার ছিলেন, এর মধ্যে ১২৪টি ভোট কাস্ট হয়েছে।

ফলাফলে ভিপি (সহসভাপতি) পদে ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৪ ভোট, সম্প্রীতির শিক্ষার্থী জোটের ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ২৭ ভোট।

জিএস (সাধারণ সম্পাদক) পদে সম্প্রীতির শিক্ষার্থী জোটের সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৮ ভোট, ছাত্রদলের শাফায়েত হোসেন পেয়েছেন ১৪ ভোট, এবং সুদর্শন চাকমা পেয়েছেন ২৯ ভোট।

এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে ছাত্রদলের তৌফিক পেয়েছেন সর্বাধিক ৩৮ ভোট, আর সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন ১১ ভোট।

এছাড়া শিল্পী রশিদ হোস্টেল সংসদের ফলাফলও ঘোষণা করা হয়েছে। নির্বাচনে—

সহসভাপতি পদে: খন্দকার মাসরুল আল ফাহিম

সাধারণ সম্পাদক (জিএস): মোহাম্মদ আফসার সরকার

ক্রীড়া ও ক্যান্টিন সম্পাদক: সুকুমার রায়

সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: মো. ফরহাদ হোসেন সুমন

দপ্তর সম্পাদক: আশিক বাবু

স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ সম্পাদক: জামিল হোসেন

সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক: তুষার দে নির্বাচিত হয়েছেন।

চবি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারকার চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই পাতার আরো খবর
Our Like Page