 
							চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট পড়েছে মোট ৬৫ শতাংশ, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
বুধবার রাত ৯টার দিকে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি কেন্দ্রে ২৭ হাজার ৫১৬ জন ভোটারের মধ্যে ১৭ হাজার ৭১৭ জন ভোট দেন।
তিনি বিস্তারিত জানান,
আইটি কেন্দ্র: ৪০৩৬ ভোটারের মধ্যে ভোট পড়েছে ২৯০৮
সায়েন্স কেন্দ্র: ৪৫৫৮ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩০৯৯
বিবিএ কেন্দ্র: ৭০৬৮ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৪২৭৯
সোশ্যাল সায়েন্স কেন্দ্র: ৬৬০৪ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩৭৭৩
কলা কেন্দ্র: ৫২৬৩ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩৬১৯
এছাড়া চাকসু ভবনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ কেন্দ্রে ৭৮ ভোটারের মধ্যে ৩৯ জন ভোট দিয়েছেন।
এর আগে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী জানান, ভোটের হার প্রায় ৬০ শতাংশ হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। তবে চূড়ান্ত হিসেবে তা বেড়ে ৬৫ শতাংশে পৌঁছেছে।
এদিকে শিল্পী রশিদ হোস্টেল সংসদের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রদল মনোনীত প্যানেল।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী বলেন,
“এই হোস্টেলে ১৫৬ জন ভোটারের মধ্যে ১২৪ জন ভোট দিয়েছেন। ভিপি পদে ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৪ ভোট, সম্প্রীতির জোটের ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ২৭ ভোট।”
জিএস পদে সম্প্রীতির শিক্ষার্থী জোটের সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৮ ভোট, ছাত্রদলের শাফায়েত হোসেন পেয়েছেন ১৪ ভোট এবং সুদর্শন চাকমা পেয়েছেন ২৯ ভোট।
এজিএস পদে ছাত্রদলের তৌফিক পেয়েছেন সর্বাধিক ৩৮ ভোট, আর সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন ১১ ভোট।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে কেন্দ্র করে দিনভর উৎসবমুখর পরিবেশের মধ্যেও বিভিন্ন অনিয়ম ও অভিযোগ নিয়ে উত্তেজনা দেখা দেয়।



 
										 
										 
										 
										 
										 
									 
									 
									 
									 
									 
									 
									 
									 
									 
									 
									 
									