বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকেই শত শত শিক্ষার্থী শাটল ট্রেন ও বাসে করে ক্যাম্পাসে প্রবেশ করেছেন।
শিক্ষার্থীদের ভোট দিতে সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১১ জোড়া শাটল ট্রেন ও ১৫ জোড়া বাস সার্ভিসের বিশেষ ব্যবস্থা করেছে। এবারের নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৭ জন, যার প্রায় দুই তৃতীয়াংশ শহরের বাইরে থাকেন। এজন্য ভোটের দিন তাদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে অতিরিক্ত পরিবহন ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রথম শাটল ট্রেন সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাসে ছাড়ে। এরপর সকাল ৮টায় একটি, ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে সকাল সাড়ে ৯টায় একটি, এবং সকাল সোয়া ১০টায় আরও একটি ট্রেন শিক্ষার্থীদের নিয়ে আসে। দিনের মধ্যে বেলা সাড়ে ১১টা, দুপুর ১২টা, দুপুর আড়াইটা, বিকাল সাড়ে ৩টা, বিকেল ৫টা, রাত সাড়ে ৮টা ও রাত ৯টায় আরও ট্রেন চলাচল করবে।
ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়সূচিতে শহরে ফিরে যেতে পারবে। এর মধ্যে রয়েছে সকাল ৮টা ৪০ মিনিট থেকে রাত ১০টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ১১টি নির্ধারিত ট্রেন রুট।
অন্যদিকে বাস সার্ভিসেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল ৯টায় নিউ মার্কেট ও ষোলশহর শপিং কমপ্লেক্স থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে মোট ১০টি বাস ছাড়ে। এরপর সকাল ১০টায় আরও পাঁচটি বাস ক্যাম্পাসে আসে। বিকেলে ক্যাম্পাস থেকে পাঁচটি করে বাস শহরের বিভিন্ন গন্তব্যে ছাড়বে।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, এবারের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন, এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন প্রার্থী রয়েছে।
শিক্ষার্থীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার এই উদ্যোগ নির্বাচনের সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণে সহায়ক হবে।


