শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
নভেম্বরের মধ্যেই গণভোট চাই: সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান নির্বাচনের আগে সংঘাত অবশ্যম্ভাবী: মাহফুজ আলমের সতর্কবার্তা এবার সামিরাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি: শিরীন পারভিন হক ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ
Headline
Wellcome to our website...
চাকসু নির্বাচনে স্বাক্ষরবিহীন ব্যালট ও কালি উঠে যাওয়া অভিযোগে নির্বাচনি কমিশনের ব্যাখ্যা
প্রকাশ কাল | বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:২৫ পূর্বাহ্ন
চাকসু নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, স্বাক্ষরবিহীন ব্যালট, কালি মুছে যাওয়া, নির্বাচন কমিশন, ছাত্রদল প্রার্থী, শিবির প্রার্থী, ভোট জালিয়াতি, ছাত্র সংসদ নির্বাচন, চবি নির্বাচন ২০২৫, ক্যাম্পাস রাজনীতি, বিশ্ববিদ্যালয় সংবাদ
ছবি সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট দেওয়ার সময় ভোটারদের আঙুলে দেওয়া অমোচনীয় কালি মুছে যাওয়া এবং স্বাক্ষরবিহীন ব্যালটে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে। ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিতসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এসব অভিযোগ তুলেছেন।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন সাংবাদিকদের বলেন,

“জাতীয় নির্বাচনে ব্যবহৃত জার্মান কালি এবার পাওয়া যায়নি। নিয়ম রক্ষার জন্য ব্যবহৃত কালি জরুরি নয়, কারণ ভোটারের পরিচয় যাচাই করা হচ্ছে আইডি ও ছবির মাধ্যমে।”

তিনি আরও জানান, “একজন কর্মকর্তা ভুলবশত ১২টি স্বাক্ষরবিহীন ব্যালট দিয়েছেন। আমরা এ বিষয়ে রেজুলেশন করছি, যাতে ভবিষ্যতে সেই বাক্স খুললে জানা যায় কতগুলো ব্যালট ছিল।”

এ বিষয়ে ছাত্রদল ও শিবিরের প্রার্থীরা অভিযোগ করেন, আঙুলের কালি মুছে যাওয়ায় একাধিকবার ভোট দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ছাত্রদল প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন,

“ভোট দিয়ে এসেছি, কিন্তু আমার আঙুলের কালি মুছে গেছে। বিষয়টি লিখিতভাবে কমিশনকে জানাবো।”

অন্যদিকে শিবিরের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি বলেন,

“বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল কালি থাকবে টেকসই, কিন্তু দেখা যাচ্ছে কয়েক ঘণ্টায়ই মুছে যাচ্ছে। এটা উদ্বেগজনক।”

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান রনি অভিযোগ করেন, “আইটি ভবনের একটি কক্ষে ১৫–২০টি ব্যালট স্বাক্ষর ছাড়া বাক্সে ফেলা হয়েছে। কমিশন বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে।”

নির্বাচন কমিশন জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং ভোট নির্বিঘ্ন করতে সব ধরনের নজরদারি চলছে।

এই পাতার আরো খবর
Our Like Page