লিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও আরবাজ খান দম্পতির একমাত্র ছেলে আরহান খান। এই দম্পতির এখন বিচ্ছেদ ঘটেছে, আরহান বর্তমানে মা মালাইকার সঙ্গেই থাকেন। অন্যদিকে অভিনেতা আরবাজ খান সম্প্রতি দ্বিতীয়বার বাবা হয়েছেন— ৫৮ বছর বয়সে! সদ্যোজাত বোনকে দেখতে হাসিমুখে হাসপাতালে গিয়েছেন আরহান।
এদিকে একদিন আগেই মুক্তি পেয়েছে মালাইকার নতুন আইটেম গান ‘পয়জন বেবি’— ‘থাম্মা’ সিনেমার বিশেষ নাচের দৃশ্যটি ইতিমধ্যেই ভাইরাল। এই গান নিয়ে এবার আলোচনায় এসেছেন মা-ছেলে দুজনেই।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালাইকা জানালেন,
“আমার ছেলে ‘পয়জন বেবি’ দেখেছে। ও তো সমালোচনা করতে ছাড়ে না! সোজা বলেছে— ‘তুমি এমন নাচতে পারো না।’”
তবে অভিনেত্রী সঙ্গে সঙ্গেই হাসতে হাসতে বিষয়টি হালকা করেন। বলেন,
“আরহান এভাবেই মজা করে, ওর মন্তব্যে আমি হাসিই পেয়ে যাই। আসলে ছেলেটা খুব মজার।”
মালাইকা আরও জানান, মায়ের মতো ছেলেও দারুণ নাচতে পারে।
“আমরা বাড়িতে ‘মুন্নি বদনাম হুই’ চালিয়ে একসঙ্গে নাচি। ওর মধ্যে আমার মতোই নাচের প্রতি ভালোবাসা আছে।”
দীর্ঘ বিরতির পর আইটেম গানে ফিরে বেশ আনন্দিত মালাইকা। তিনি বলেন,
“আগে প্রায়ই এই ধরনের নাচে দর্শকের সামনে আসতাম। এবার অনেক দিন পর আবার সেই অনুভূতি ফিরে পেলাম।”
ছেলের ‘নীতিপুলিশি’ আচরণ মালাইকার জীবনে নতুন নয়। অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে থাকার সময়ও আরহান মাকে নানা প্রশ্ন করতেন। সামাজিক মাধ্যমে কটাক্ষের মুখে পড়লেও মা-ছেলে সম্পর্ক সব সময়ই ছিল খোলামেলা ও স্নেহময়।
বলিউড মহলে এখন আলোচনা— ছেলের মজার মন্তব্যেই যেন ‘পয়জন বেবি’ গানের জনপ্রিয়তা আরও বেড়ে গেছে!


