ফাইল ছবি | সংগৃহীত
দুদকে বদলি বাংলাদেশ পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক।
বদলি হওয়া দুই কর্মকর্তা হলেন— পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ এবং একই পদমর্যাদার মো. জাহিদুর রহমান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদেরকে দুর্নীতি দমন কমিশনে পরিচালক পদে প্রেষণে বদলি করা হলো এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এই পাতার আরো খবর
Our Like Page


