ছবি সংগৃহীত
ব্রেইল ব্যালট না থাকায় হতাশা ও সন্দেহে প্রতিবন্ধী ভোটাররা: চাকসু নির্বাচনে বৈষম্যের অভিযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্রেইল পদ্ধতির ব্যালট না ছাপানোয় হতাশা প্রকাশ করেছেন শারীরিক প্রতিবন্ধী ভোটাররা। তারা অভিযোগ করেছেন, এ কারণে তারা ভোট দিলেও সেই ভোট যথাযথ প্রার্থীর ব্যালটে পড়ছে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা ও সন্দেহ রয়েছে।
মোহাম্মদ তুষার নামে এক ভোটার জানান, “আমাদের জন্য বিশেষ কেন্দ্রে ভোটের ব্যবস্থা করা হলেও ব্রেইল ব্যালট না থাকায় নিজে ভোট দিতে পারছি না। কর্মকর্তাদের ওপর নির্ভর করতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “২৭ হাজার ব্যালট ছাপানো গেলেও মাত্র ৭০টি ব্রেইল ব্যালট ছাপাতে পারেনি নির্বাচন কমিশন—এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক।”
প্রতিবন্ধী ভোটারদের দাবি, ব্রেইল ব্যালট থাকলে তারা নিজেরাই ভোট দিতে পারতেন এবং ভোটের সঠিকতা নিয়ে কোনো সন্দেহ থাকত না।
এই পাতার আরো খবর
Our Like Page


