শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
আরও এক বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা
প্রকাশ কাল | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩:১৮ পূর্বাহ্ন
আর্জেন্টিনা, ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ, কলম্বিয়া, মরক্কো, ফুটবল ফাইনাল, মাতেও সিলভেত্তি, লিওনেল মেসি, বিশ্বকাপ ২০২৫
ছবি সংগৃহীত

চিলির সান্তিয়াগোয় অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের সেমিফাইনালে কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে তারা সপ্তমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগ পেল।
ফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশ সতর্ক ছিল। কারও আক্রমণ তেমন কার্যকর হয়নি, ফলে প্রথম ৪৫ মিনিটে গোলশূন্য থেকে যায় স্কোরলাইন।
দ্বিতীয়ার্ধে আক্রমণভাগ শক্তিশালী করতে কোচ দিয়েগো প্লাসেন্তে রক্ষণ থেকে এক ডিফেন্ডার তুলে নেন, আর তাতেই আসে ফলাফল।

৭১ মিনিটে লিওনেল মেসির সতীর্থ ও ইন্টার মায়ামির তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। বাম দিক থেকে দারুণ আক্রমণ তৈরি করে নিখুঁত ফিনিশে বল জালে পাঠান তিনি—ম্যাচের এটিই একমাত্র গোল।

৭৮ মিনিটে কলম্বিয়ার জন রেনতেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দলটি ১০ জনে নেমে আসে। এরপরও কলম্বিয়া লড়াই চালিয়ে গেলেও গোলের দেখা পায়নি।

আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো বারবি ছিলেন অসাধারণ। প্রথমার্ধে কলম্বিয়ার জোয়েল ক্যানচিম্বো ও হুয়ান আরিজালার দুটি নিশ্চিত শট ফিরিয়ে দলকে রক্ষা করেন তিনি।
শেষ দিকে আর্জেন্টিনার আলেখো সারকো ও জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন।

শেষ পর্যন্ত সিলভেত্তির একমাত্র গোলই যথেষ্ট ছিল আর্জেন্টিনার ফাইনালে পা রাখার জন্য।
আগামী ১৯ নভেম্বর (রবিবার) মরক্কোর বিপক্ষে ফাইনালে খেলবে তারা। এই ম্যাচে জিতলে আর্জেন্টিনা বিশ্ব যুব ফুটবলে সপ্তম শিরোপা জয়ের রেকর্ড গড়বে।

এই পাতার আরো খবর
Our Like Page