শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ মানবতাবিরোধী মামলার ১৫ সেনা কর্মকর্তা কারাগারে: প্রথম দিন কেমন কাটল দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৫ যে আসনে বিজয়ী প্রার্থীর দল সরকার গঠন করে: সিলেট-১ আসনে উত্তাপ বাড়ছে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে জর্জরিত দক্ষিণ আফ্রিকা
Headline
Wellcome to our website...
ওয়ালটনের চুক্তিতে বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্কের নতুন অধ্যায়
প্রকাশ কাল | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩:৪৪ পূর্বাহ্ন
আর্জেন্টিনা ওয়ালটন চুক্তি, আর্জেন্টিনা ফুটবল বাংলাদেশ, বিকাশ আর্জেন্টিনা, ওয়ালটন স্পনসর, আর্জেন্টিনা দল চুক্তি
ছবি সংগৃহীত

বিশ্বকাপ এলেই বাংলাদেশের আকাশে উড়ে আর্জেন্টিনার পতাকা। নীল-সাদা জার্সির ঢল নামে রাস্তাঘাটে, ছাদে, মাঠে। ২০২২ সালের বিশ্বকাপে সেই অকৃত্রিম ভালোবাসা পৌঁছেছিল আর্জেন্টিনাতেও, আর তারই ধারাবাহিকতায় লাতিন আমেরিকার এই বিশ্বচ্যাম্পিয়ন দল এবারও বাংলাদেশের সঙ্গে নতুন এক বন্ধনে যুক্ত হলো।

আজ আর্জেন্টিনা ফুটবল দল তাদের সরকারি ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে, বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটন এখন তাদের আঞ্চলিক পৃষ্ঠপোষক (Regional Sponsor)। পোস্টে আবারও উঠে এসেছে বাংলাদেশের মানুষের সীমাহীন সমর্থনের প্রসঙ্গ। আকাশি-সাদা জার্সির সমুদ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল মাঠ, টিএসসি ও বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখা— সবই জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার সেই ঘোষণায়।

ওয়ালটনের বিজ্ঞাপনের অংশবিশেষ পোস্টে শেয়ার করে তারা লিখেছে, “ধন্যবাদ বাংলাদেশ, তোমাদের ভালোবাসাই আমাদের শক্তি।”

এর আগে ২০২৩ সালে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশের সঙ্গে চুক্তি করেছিল। বিকাশ ছিল আর্জেন্টিনার প্রথম বাংলাদেশি আঞ্চলিক পৃষ্ঠপোষক। এবার ওয়ালটনের যুক্ত হওয়া দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করল।

বাংলাদেশের ফুটবলপ্রেমীরা মনে করেন, আর্জেন্টিনার সঙ্গে এসব চুক্তি শুধু বাণিজ্যিক নয়, বরং দুই দেশের সংস্কৃতি ও আবেগের সেতুবন্ধন।

ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে আর্জেন্টিনা দলের বিভিন্ন ব্র্যান্ডিং কার্যক্রম, পণ্যের সহযোগিতা ও প্রচারণা পরিচালিত হবে।

২০২২ সালের বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন নিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও বলেছিলেন, “আমরা জানি, বাংলাদেশ আমাদের সঙ্গে আছে। তাদের ভালোবাসা আমরা অনুভব করেছি।”

এই নতুন চুক্তি নিঃসন্দেহে সেই ভালোবাসারই সম্প্রসারণ, যেখানে বাংলাদেশ ও আর্জেন্টিনা—দুই দেশই এক বন্ধনের প্রতীক।

এই পাতার আরো খবর
Our Like Page