ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু) ছাত্র সংসদ নির্বাচনের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট।
ভিপি পদে নির্বাচিত হয়েছেন ইব্রাহীম হোসেন রনি এবং জিএস পদে জয়লাভ করেছেন সাঈদ বিন হাবিব। তারা দুজনই সম্প্রীতির শিক্ষার্থী জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
অন্যদিকে এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল-সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী—
ভিপি পদে: ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ৭,৯৮৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪,৩৭৪ ভোট।
জিএস পদে: সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮,০৩১ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ২,৭৩৪ ভোট।
এজিএস পদে: ছাত্রদল-সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৭,০১৪ ভোট, আর শিবির-সমর্থিত সাজ্জাত হোসন মুন্না পেয়েছেন ৫,০৪৫ ভোট।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটাই প্রথমবারের মতো ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের এমন ভূমিধস বিজয়, যেখানে তারা ভিপি-জিএসসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেছে।
ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫
১৬ অক্টোবর ২০২৫, ০৮:১০ এএম: চাকসুর ভিপি ইব্রাহীম, জিএস সাঈদ
১৬ অক্টোবর ২০২৫, ০৭:০৯ এএম: ভিপি-জিএসসহ ২৬ পদের ২৪টিতেই শিবির সমর্থিত প্যানেলের জয়
১৬ অক্টোবর ২০২৫, ০৪:১৯ এএম: চাকসু নির্বাচনে সাদিক কায়েমের ভাই আয়াজ বিজয়ী
১৬ অক্টোবর ২০২৫, ০২:০১ এএম: ভিপি-জিএসে এগিয়ে ছাত্রশিবির, এজিএসে ছাত্রদল
১৬ অক্টোবর ২০২৫, ০১:০২ এএম: চাকসুতে ‘কারচুপি চেষ্টার’ প্রতিবাদে শাহবাগে ছাত্রদলের অবস্থান


