শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
ব্রেকিংনিউজ-
আইজিপির বাহারুল আলমের সঙ্গে মার্কিন দূতের সাক্ষাৎ প্রলোভনে পড়া মুসলিম তরুণ-তরুণীর দায় শুধু প্রলোভনকারীর নয় শায়খ আহমাদুল্লাহ: ধর্ষণের ঘটনা ‘প্রেম’ বলে হালকা করা দুর্ভাগ্যজনক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ অতীতের ভুলের জন্য বিনা শর্তে ক্ষমা চাইল জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধে হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার বিচার এনসিপি ও জামায়াতকে প্রধান উপদেষ্টার আশ্বস্ত: নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার কাছে বিসিএস নিয়োগে ৪ দফা দাবি পেশ করেছে এনসিপি মুশফিকুল ফজল আনসারীকে নিয়ে ন্যান্সির আবেগঘন স্ট্যাটাস ভাইরাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ তত্ত্বাবধায়ক ফিরলে সংসদের ক্ষমতা খর্ব হবে কি না—আদালতে প্রধান বিচারপতির প্রশ্ন
Headline
Wellcome to our website...
রিপন মিয়াকে নিয়ে গণমাধ্যমের শিরোনামের কড়া সমালোচনায় চমক
প্রকাশ কাল | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩:২০ পূর্বাহ্ন
রিপন মিয়া, রুকাইয়া জাহান চমক, কনটেন্ট ক্রিয়েটর, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া বিতর্ক, বিনোদন সংবাদ, রিপন মিয়া বিতর্ক
ছবি সংগৃহীত

সামাজিক মাধ্যমে বেশ কিছুদিন ধরেই আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। ব্যক্তিগত ও পারিবারিক বিতর্ক ঘিরে নানা খবর প্রকাশ করছে গণমাধ্যম। এই পরিস্থিতিতে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সোশ্যাল মিডিয়ায় রিপন মিয়াকে নিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন, যেখানে তিনি গণমাধ্যম ও সমাজের আচরণের কঠোর সমালোচনা করেছেন।

পোস্টে চমক লিখেছেন,

“স্বার্থে আঘাত লাগলে নিজের বাবা-মাও তার সন্তানকে টেনে নামাতে পারে। রিপন মিয়া কত খারাপ কিংবা কত ভালো, সেটি নিয়ে তো সবাই কথা বলছি, কিন্তু মুদ্রার অপর পিঠ কি দেখছি আমরা? তার বাবা-মা একবারও সন্তানের সম্মানের কথা ভাবলেন না।”

তিনি আরও বলেন,

“ডিয়ার চাকচিক্য মোবাইলে যতটা দেখা যায়, আসল জীবনে ততটা নাও হতে পারে। রিপন মিয়ার স্পনসর্ড ঘোরাফেরা দেখে তাকে অঢেল সম্পদশালী মনে করার কোনো কারণই নেই।”

চমক সমাজের মানুষের হিংসা ও নেতিবাচক মনোভাবের দিকেও আঙুল তুলেছেন।

“নিজের বাবা-মা, নিজের ছেলের সামান্য উন্নতিতে খুশি হতে পারছেন না, তাহলে কীভাবে আশা করি— আমাদের সমাজ, আশপাশের মানুষ, আমাদের সফলতায় বা অর্জনে আনন্দিত হবে?”

গণমাধ্যমের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি—

“ওই মহান সাংবাদিকগণ, যারা মানুষের ব্যক্তিগত বিষয়ে নাক, কান, গলা তথা পুরো শরীর গলিয়ে মানুষকে টেনে নামায় সামান্য কিছু পয়সার জন্য, তাদের কীভাবে দেখছেন আপনারা? রিপন মিয়া তো নিজেই বলে সে গরিব। তাই ‘গরিব বলে বাবা-মাকে পরিচয় দিচ্ছেন না’— এই শিরোনামটা ব্যবহার না করলেও পারতেন।”

শেষে অভিনেত্রী লিখেছেন,

“প্রকৃতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়— আমরা কতটা হিংস্র, কতটা ইনসিকিউর, কতটা হিংসুটে, কতটা লোভী, কতটা একা, কতটা অসহায়। যাই হোক, সব কথার শেষ কথা— সব দোষ রিপন মিয়ার।”

চমকের এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকে তার বক্তব্যকে ‘মানবিক’ বলেছেন, আবার কেউ কেউ মনে করছেন, তিনি অপ্রয়োজনীয়ভাবে বিতর্কিত ব্যক্তিকে সমর্থন করছেন।

এই পাতার আরো খবর
Our Like Page