রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা
প্রকাশ কাল | শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
জুলাই সনদ, জাতীয় সনদ ২০২৫, অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকার, জাতীয় ঐকমত্য কমিশন, বিএনপি, জামায়াতে ইসলামী, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, আশরাফ আলী আকন, বাংলাদেশ রাজনীতি, জাতীয় ঐক্য
সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদ ২০২৫–এ স্বাক্ষর করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় এই সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন তারা। এর আগে বিকাল চারটা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। বিকাল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানস্থলে আসেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি আলী রীয়াজ।

মঞ্চে রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে দেখা যায়—
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ,
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের,
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি,
এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও।

উল্লেখ্য, বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল আগেই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৃহস্পতিবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আইনি নিশ্চয়তা না থাকায় তারা আপাতত জুলাই সনদে স্বাক্ষর করবে না।

এই সনদকে অনেকেই জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক শাসনের নতুন অধ্যায় হিসেবে দেখছেন।

এই পাতার আরো খবর
Our Like Page