রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
ডিবি হারুনের প্রকাশ্যে আসার ভিডিও বিভ্রান্তিকর রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক
প্রকাশ কাল | শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
ডিবি হারুন, হারুন অর রশিদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি প্রধান, যুক্তরাষ্ট্র, টকশো, খালেদ মুহিউদ্দীন, ডয়চে ভেলে, রিউমর স্ক্যানার, ফ্যাক্টচেক, মিথ্যা ভিডিও, ভুয়া সংবাদ, ডিজিটাল ম্যানিপুলেশন, মুহাম্মদ ইউনূস
সংগৃহীত ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদকে ঘিরে নতুন গুজব ছড়িয়েছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দাবি করা হয়, তিনি যুক্তরাষ্ট্র থেকে ‘প্রকাশ্যে’ এসেছেন এবং সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঙ্গে টকশোতে অংশ নিয়েছেন। ভিডিওটির শিরোনাম ছিল— “আমেরিকা থেকে প্রকাশ্যে ওসি হারুন: এই প্রথম মুখোমুখি ওসি হারুন ও ইউনূস”।

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি সম্পূর্ণ পুরোনো এবং বিভ্রান্তিকর।

অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালে ডয়চে ভেলে বাংলা–তে প্রচারিত “সাকিব, পুলিশ ও আয়নাবাজি” শিরোনামের এক পর্ব থেকে ফুটেজ কেটে ডিজিটালভাবে সম্পাদনা করে আলোচিত ভিডিওটি বানানো হয়েছে।

ভিডিওটিতে সাংবাদিক খালেদ মুহিউদ্দীন ও ডিবির সাবেক কর্মকর্তা হারুন-অর-রশিদকে একই পোশাকে দেখা গেলেও, ড. মুহাম্মদ ইউনূস কোথাও উপস্থিত ছিলেন না—যা দাবির সঙ্গে সাংঘর্ষিক।

মূল পর্বে অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক মাসুদ কামাল, যাকে বাদ দিয়ে এআই সম্পাদনা প্রযুক্তির মাধ্যমে ইউনূসের নাম ও ভিজ্যুয়াল সংযোজন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফ্যাক্টচেক রিপোর্ট অনুযায়ী, “ভিডিওটি ২০২৩ সালের ১৭ মার্চ প্রচারিত ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ সিরিজের অংশ। ২০২৫ সালে প্রকাশিত সংস্করণটি মূলত ডিজিটাল ম্যানিপুলেশন।”

রিউমর স্ক্যানার জানায়,

“ডিবি হারুন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ্যে এসেছেন দাবিটি সম্পূর্ণ ভুয়া। এটি একটি পুরোনো টকশো, যেটি বিভ্রান্তিকরভাবে নতুন আঙ্গিকে প্রচার করা হয়েছে।”

উল্লেখ্য, হারুন-অর-রশিদ ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ত্যাগ করেন এবং এর পর থেকে তার কোনো আনুষ্ঠানিক উপস্থিতি দেখা যায়নি।

🔗 Canonical URL:

এই পাতার আরো খবর
Our Like Page