রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভূমিধস জয়ে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন,
“ইনসাফ ও সত্য প্রতিষ্ঠার আগামীর পথযাত্রায় আমরা জুলাই বিপ্লবের মতোই ঐক্যবদ্ধ থাকব।”
তিনি আরও বলেন, “শহীদ নোমানীসহ বহু সংগ্রামী মানুষের শাহাদাত, মজলুমের রক্তে রঞ্জিত মতিহার আর বহু দশকের লড়াই-সংগ্রামের সাক্ষী রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার এবং এজিএস এস এম সালমান সাব্বিরসহ কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে বিজয়ী সবাইকে অভিনন্দন।”
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে রাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
২৩টি পদের মধ্যে ২০টিতে জয় পায় ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। বাকি দুটি পদে জয় পান ছাত্রদল মনোনীত প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী।
রাকসু নির্বাচনের গুরুত্বপূর্ণ ফলাফল একনজরে
কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু):
ভিপি: মোস্তাকুর রহমান জাহিদ
জিএস: সালাউদ্দিন আম্মার
এজিএস: এস এম সালমান সাব্বির
ক্রীড়া সম্পাদক: নার্গিস খাতুন (ছাত্রদল)
সহকারী ক্রীড়া সম্পাদক: আবু সাঈদ মোহাম্মদ নুন
সাংস্কৃতিক সম্পাদক: জাহিদ হাসান জোহা
সহকারী সাংস্কৃতিক সম্পাদক: মো. রাকিবুল ইসলাম
মহিলা সম্পাদক: সাইয়্যেদা হাফছা
সহকারী মহিলা সম্পাদক: সামিয়া জাহান
তথ্য ও গবেষণা সম্পাদক: বি এম নাজমুছ সাকিব
সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক: সিফাত আবু সালেহ
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: মো. মুজাহিদ ইসলাম
সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: আসাদুল্লাহ গালিব
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: তোফায়েল আহমেদ (স্বতন্ত্র)
সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মুজাহিদুল ইসলাম সাঈম
বিতর্ক ও সাহিত্য সম্পাদক: ইমরান লস্কর
সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক: মো. নয়ন হোসেন
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: আবদুল্লাহ আল মাসুদ
সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: মাসুমা ইসরাত মুমু
কার্যনির্বাহী সদস্য:
মো. দ্বীপ মাহবুব, সুজন চন্দ্র, মো. ইমজিয়াউল হক কামালি ও এ বি এম খালেদ।
সিনেট প্রতিনিধি:
সালাউদ্দিন আম্মার, মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা, আকিল বিন তালেব ও সালমান সাব্বির।
রাজনীতিতে নতুন ধারা
৫ আগস্ট পরবর্তী সময় থেকে ছাত্র ও মূলধারার রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। ডাকসু, জাকসু ও চাকসুর পর রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ধারাবাহিক সাফল্য তাদের সাংগঠনিক শক্তির প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা।


