শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিংনিউজ-
ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ মানবতাবিরোধী মামলার ১৫ সেনা কর্মকর্তা কারাগারে: প্রথম দিন কেমন কাটল দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৫ যে আসনে বিজয়ী প্রার্থীর দল সরকার গঠন করে: সিলেট-১ আসনে উত্তাপ বাড়ছে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে জর্জরিত দক্ষিণ আফ্রিকা
Headline
Wellcome to our website...
শিবিরকে হারাতে হলে মেধাবী হতে হবে—রাকসু নির্বাচনের পর ড. মির্জা গালিব
প্রকাশ কাল | শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৬:৫৯ পূর্বাহ্ন
রাকসু নির্বাচন, ছাত্রশিবির, মির্জা গালিব, ইসলামী ছাত্রশিবির, ডাকসু, চাকসু, বিশ্ববিদ্যালয় রাজনীতি, বাংলাদেশ রাজনীতি
ছবি সংগৃহীত

দেশের প্রায় সব বড় শিক্ষাপ্রতিষ্ঠানেই ইতোমধ্যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একক আধিপত্য দেখিয়েছে। ডাকসু, চাকসুর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে দলটি পেয়েছে ভূমিধস জয়।

ছাত্রদলসহ অন্যান্য সংগঠনগুলোর অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য, তবে শিবিরের ধারাবাহিক বিজয়ে তারা স্পষ্টভাবে পিছিয়ে পড়েছে। তিনটি বড় বিশ্ববিদ্যালয় নির্বাচন শেষে পরিস্থিতি এমন যে—“শিবিরকে যেন আর হারানোই যাচ্ছে না।”

এ অবস্থায় ছাত্রশিবিরকে হারানোর উপায় জানালেন সংগঠনটির সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন—

“শিবিরকে হারাইতে হলে মেধাবী হইতে হবে।”

ড. গালিব বলেন,

“চাকসুতে ২৬টির মধ্যে ২৪টি পদ শিবির পেয়েছে, আর রাকসুতে ২৩টির মধ্যে ২২টি (বা ২০টি হবে)। ছাত্রদল ডাকসু, জাকসু, চাকসু, রাকসু—সব মিলায়ে পাইছে শুধু একটা এজিএস। এই যে সারা দেশজুড়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের একচেটিয়া সাপোর্ট পাইতেছে শিবির—এইটা এক নতুন বাংলাদেশের গল্প বলতেছে।”

তিনি আরও লিখেছেন,

“অছাত্র, বয়স্ক ছাত্র, সন্ত্রাসী, চাঁদাবাজ, চিৎকারচেচামেচি করা পুরনো রাজনৈতিক স্টাইল দিয়া আর রাজনীতি করা যাবে না। শিবিরকে হারাইতে হলে মেধাবী হইতে হবে, ছাত্রদের অধিকার নিয়া কনস্ট্রাকটিভ রাজনীতি করতে হবে, আর দেখতে শুনতেও ব্যক্তিত্ববান, কিউট সুইট টাইপের হইতে হবে। গুণ্ডা গুণ্ডা ভাব থাকলে আর হবে না।”

পোস্টের শেষ অংশে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক লেখেন,

“এমন এক বাংলাদেশই তো আমরা চাইছিলাম আমাদের সারাটা জীবন ধরে।”

🗳 রাকসু নির্বাচনের প্রেক্ষাপট

শুক্রবার (১৭ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫–এর ফলাফল ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।

এই ফল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মির্জা গালিব তার বিশ্লেষণমূলক পোস্টটি দেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫
📅 ১৭ অক্টোবর ২০২৫ | রাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস জয়
📅 ১৪ অক্টোবর ২০২৫ | চাকসুতে একচেটিয়া আধিপত্য শিবিরের হাতে
📅 ০৯ অক্টোবর ২০২৫ | ডাকসু নির্বাচনে জোটবদ্ধভাবে এগিয়ে ইসলামী ছাত্রশিবির

এই পাতার আরো খবর
Our Like Page