অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই হত্যার বিচার কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না এবং তা স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে। তিনি সতর্ক করে বলেন, পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে কেউ যদি জুলাই সনদ বানচাল করতে চায়, তা হলে দেশ পিছিয়ে পড়বে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,
“জুলাই সনদ নিয়ে তর্কের প্রয়োজন নেই, কারণ এটি পরিবর্তনের সুযোগ রাখে। কেউ চাইলে মতামত দিতে পারে, তবে এ সনদ বাস্তবায়ন থেমে থাকবে না। আর দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে।”
জুলাই গণঅভ্যুত্থানের সময় শহীদ ও আহতদের প্রতি দায়মুক্তির প্রশ্ন নেই জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন,
“জুলাই হত্যার বিচারকার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। এ বিচার চলবে ন্যায়বিচার ও প্রমাণের ভিত্তিতে।”
তিনি আরও বলেন,
“জুলাই সনদ স্বাক্ষর হয়েছে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে। এখানে মতবিরোধ থাকলেও গণতান্ত্রিক শৃঙ্খলা ও সমঝোতার পথেই এগিয়ে যেতে হবে। যারা সনদ স্বাক্ষরে যায়নি, তারাও প্রক্রিয়ার বাইরে নয়।”
গতকাল শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২৫টি রাজনৈতিক দল ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ এ স্বাক্ষর করে। সই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও অংশ নেন।
জুলাই সনদ তৈরির আলোচনায় ৩৩টি রাজনৈতিক দল অংশ নিলেও অনুষ্ঠানে যোগ দেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।


