ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেছেন, শুধু মেধা দিয়ে নয় বরং অদম্য ইচ্ছাশক্তি, ধৈর্য এবং লড়াই করার মানসিকতা থাকলে তবেই সাফল্য আসে। তিনি বলেন, “মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না, লক্ষ্যে পৌঁছানোর দৃঢ় ইচ্ছা থাকতে হয়। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে এগিয়ে যেতে হয়। তাহলেই সাফল্য আসে।”
সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-র দ্বাদশ পর্বে অতিথি হিসেবে অংশ নিয়ে এমন মন্তব্য করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। সঞ্চালক রুম্মান রশীদ খানের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় তিনি জানালেন অভিনয় জীবনের শুরুর কঠিন পথচলার গল্প।
জয়া বলেন, “অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। কীভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, তা-ও জানতাম না। কিন্তু গুণী নির্মাতাদের সহযোগিতা ও নিজের পরিশ্রমের কারণে এখন অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি।”
শুধু অভিনয়েই নয়, ব্যক্তিগত জীবনেও তিনি সরলতা ও আবেগ ধারণ করেন—এমনটাই জানান। পুরোনো জিনিসের প্রতি ভালোবাসা সম্পর্কে তিনি বলেন, “আমি পুরোনোতে বাঁচি। যা কিছু পুরোনো, তা শুধু অতীত নয়—এগুলো আমার কাছে অনুভব ও ইতিহাসের অংশ। সেই খাটটি এখনো রেখে দিয়েছি, যেখানে আমার জন্ম হয়েছে। পুরোনো ২০০ বছরের এক আলমিরাও আছে আমার বাসায়।”
সামাজিক মাধ্যমে বুলিং প্রসঙ্গে জয়া বলেন, “আমি খুব একটা কমেন্ট পড়ি না। তবে যখন পড়ি, খারাপ লাগে তাদের জন্য, যারা জীবনে কিছু না করেও বাজে মন্তব্য ছড়ায়। তারা একদিন চলে যাবে, কিন্তু তাদের কথাগুলো থেকে যাবে—এটাই তাদের পাপ।”
বর্তমানে জয়া আহসান দুই বাংলাতেই ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি নিয়মিত বিভিন্ন সামাজিক বিষয়েও সোচ্চার থাকেন এই তারকা।


