আসন্ন ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে গুরুত্বপূর্ণ এক সমীকরণ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার (১৮ অক্টোবর) মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকার। ওপেনিং পজিশনে পরিবর্তনের আভাস দিয়ে তিনি আবারও নতুন শুরুর অপেক্ষায়। আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থ হওয়া তানজিদ তামিম জায়গা হারাতে পারেন দলে। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাইফ হাসানের সঙ্গে সৌম্য সরকার ওপেনিংয়ে নামার সম্ভাবনা বেশি।
সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে হতশ্রী পারফরম্যান্সের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার আগে শ্রীলঙ্কার কাছেও সিরিজ হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এছাড়া চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো জয় না পাওয়া এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে হোয়াইটওয়াশ—সব মিলিয়ে ওয়ানডে এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এ পরিস্থিতিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন মাথায় রেখেই সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তাই এবার পরীক্ষানিরীক্ষার সুযোগ কম, লক্ষ্য একটাই—জয় এবং রেটিং পয়েন্ট উদ্ধার।


