বাংলাদেশ পুলিশের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনতে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে ৪ হাজার নতুন পদ সৃষ্টি ও নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়—
“বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই (নিরস্ত্র) পদ গ্রেড-১৪ শ্রেণিতে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্টি করা হলো। এগুলো বছর বছর সংরক্ষণের ভিত্তিতে কার্যকর হবে।”
পদ সৃষ্টির শর্ত
প্রজ্ঞাপনে আরও যে শর্তগুলো উল্লেখ করা হয়েছে:
✔ নতুন পদগুলো সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্ত করে হালনাগাদ তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে
✔ পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী করতে হবে
✔ অর্থ বিভাগ কর্তৃক জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে পদ তৈরি হিসেবে গণ্য হবে
✔ ১৯৪৩ সালের পুলিশ রেজল্যুশন অব বেঙ্গল অনুযায়ী এসব পদ পূরণযোগ্য
✔ জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে
নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে?
এ বিষয়ে প্রজ্ঞাপনে কোনো নিয়োগ প্রক্রিয়ার সময়সূচি উল্লেখ নেই। তবে প্রশাসনিক সূত্র বলছে, প্রজ্ঞাপন জারির পর শিগগিরই বাংলাদেশ পুলিশ সদর দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। নিয়োগ প্রক্রিয়া হবে মেধা, শারীরিক যোগ্যতা ও লিখিত পরীক্ষার ভিত্তিতে।
চাকরি প্রত্যাশীরা মনে করছেন, দীর্ঘদিন পর বড় পরিসরে পুলিশে সরকারি চাকরির সুযোগ আসছে এবং এটি চলতি অর্থবছরে সবচেয়ে বড় নিয়োগ হতে পারে।


