শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিংনিউজ-
ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ মানবতাবিরোধী মামলার ১৫ সেনা কর্মকর্তা কারাগারে: প্রথম দিন কেমন কাটল দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৫ যে আসনে বিজয়ী প্রার্থীর দল সরকার গঠন করে: সিলেট-১ আসনে উত্তাপ বাড়ছে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে জর্জরিত দক্ষিণ আফ্রিকা
Headline
Wellcome to our website...
৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশের দাবিতে পিএসসিতে বিক্ষোভ
প্রকাশ কাল | মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ন
৪৩তম বিসিএস, নন-ক্যাডার, পিএসসি বিক্ষোভ, সরকারি চাকরি, অধিযাচিত শূন্য পদ, বিসিএস আন্দোলন
সংগৃহীত ছবি

৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশ এবং অধিযাচিত শূন্য পদে দ্রুত সুপারিশের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নন-ক্যাডার চাকরি প্রত্যাশীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা এ সময় স্লোগান দেন—“৪৩ এর নন ক্যাডার দিতে হবে সার্কুলার”, “বৈষম্য মানি না, মানব না”, “সিন্ডিকেট নিপাত যাক, মেধাবীর মুক্তি পাক” ইত্যাদি।

দুই দফা দাবি

নন-ক্যাডার প্রার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরেন:

৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেরিত অধিযাচিত শূন্য পদসমূহে দ্রুত সুপারিশ করতে হবে

কর্মসূচির সমন্বয়ক মো. রানা আহমেদ বলেন,

“দীর্ঘদিন ধরে মানববন্ধন, স্মারকলিপি ও অনশন করেও আমরা ন্যায্য অধিকার পাইনি। দ্রুত নিয়োগ হলে সরকারের শূন্যপদ সংকটও কমবে এবং সময় ও ব্যয় সাশ্রয় হবে।”

প্রেক্ষাপট

৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ অনেক প্রার্থী ক্যাডার না পেয়ে নন-ক্যাডার তালিকায় অপেক্ষমাণ রয়েছেন। পিএসসি জানিয়েছিল, শূন্য পদ অধিযাচন এলে সুপারিশ করা হবে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৯ হাজারের বেশি শূন্য পদ পাঠানো হলেও পিএসসি ২০২৩ সালের নন-ক্যাডার বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়ে সুপারিশ প্রক্রিয়া আটকে দেয়, যা প্রার্থীরা “দ্বিচারিতা” বলে অভিযোগ করেছেন।

প্রার্থীরা জানান, হাইকোর্ট ৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশের নির্দেশ দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না, অথচ ৪৪তম বিসিএসের তালিকা প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া তারা অভিযোগ করেন, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা, ২০২৫’ প্রধান উপদেষ্টা কার্যালয়ে ঝুলে আছে তিন মাস ধরে, কিন্তু গেজেট প্রকাশ করা হয়নি। অনেকে অভিযোগ করেন, শূন্য পদগুলো নন-ক্যাডার থেকে সরিয়ে নতুন সার্কুলারের মাধ্যমে নিয়োগের চেষ্টা চলছে।

এই পাতার আরো খবর
Our Like Page