বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
আইজিপির বাহারুল আলমের সঙ্গে মার্কিন দূতের সাক্ষাৎ প্রলোভনে পড়া মুসলিম তরুণ-তরুণীর দায় শুধু প্রলোভনকারীর নয় শায়খ আহমাদুল্লাহ: ধর্ষণের ঘটনা ‘প্রেম’ বলে হালকা করা দুর্ভাগ্যজনক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ অতীতের ভুলের জন্য বিনা শর্তে ক্ষমা চাইল জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধে হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার বিচার এনসিপি ও জামায়াতকে প্রধান উপদেষ্টার আশ্বস্ত: নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার কাছে বিসিএস নিয়োগে ৪ দফা দাবি পেশ করেছে এনসিপি মুশফিকুল ফজল আনসারীকে নিয়ে ন্যান্সির আবেগঘন স্ট্যাটাস ভাইরাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ তত্ত্বাবধায়ক ফিরলে সংসদের ক্ষমতা খর্ব হবে কি না—আদালতে প্রধান বিচারপতির প্রশ্ন
Headline
Wellcome to our website...
প্রলোভনে পড়া মুসলিম তরুণ-তরুণীর দায় শুধু প্রলোভনকারীর নয়
প্রকাশ কাল | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১:৫৫ অপরাহ্ন
ড. মিজানুর রহমান আজহারী, মুসলিম তরুণ, প্রলোভন, নৈতিকতা, পরিবার, সামাজিক দায়, ইসলামী শিক্ষা, আত্মনিয়ন্ত্রণ
সংগৃহীত ছবি

জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, মুসলিম তরুণ বা তরুণী যদি সহজেই প্রলোভনে পড়ে ইমান ও নৈতিকতার সীমা লঙ্ঘন করে, তবে সেটা শুধু প্রলোভনকারীর দায় নয়; বরং পরিবার ও সমাজের ব্যর্থতাও এতে জড়িত। তিনি বৃহস্পতিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেন।

ড. আজহারী তার পোস্টে বলেন, “সম্প্রতি ফাঁদে ফেলে সংঘটিত ধর্ষণগুলো মুসলিম তরুণীদের জীবনের নিছক কোনো ট্র্যাজেডি নয়, বরং আমাদের সামগ্রিক নৈতিক অবক্ষয়ের এক অশনিসংকেত। এটি দেশের স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা হতে পারে। যদি এটি কোনো অপশক্তির ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে তা গোটা জাতি ও দেশের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।”

তিনি প্রশাসনের রহস্যজনক নীরবতার দিকে ইঙ্গিত করে বলেন, “বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

ড. আজহারী আরও বলেন, “আমাদেরও আত্মসমালোচনা করা দরকার। কেন আমাদের সন্তানরা এত সহজে প্রলোভনের ফাঁদে পড়ে? অভিভাবকরা কি জানেন, তাদের সন্তান কার সঙ্গে মিশছে, কোন চিন্তায় প্রভাবিত হচ্ছে বা ভার্চুয়াল জগতের গহ্বরে হারিয়ে যাচ্ছে?” তিনি উল্লেখ করেন, “আত্মনিয়ন্ত্রণ, মূল্যবোধ ও নৈতিকতার চর্চা আজ মুসলিম পারিবারিক জীবনে চরমভাবে অবহেলিত হচ্ছে। আমরা সন্তানদের আধুনিক শিক্ষা দিচ্ছি ঠিক, কিন্তু তাদের আত্মিক শক্তি, উন্নত চরিত্র ও ইমানি দৃঢ়তা গড়ে তুলতে পারছি না।”

ড. আজহারী বলেন, “উত্তর আধুনিকতার এই কঠিন সময়ে নৈতিকতার চর্চা ও পারিবারিক তারবিয়া ছাড়া মুসলিম সমাজ নিরাপদ থাকতে পারবে না। প্রশাসনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি সমাজের প্রতিটি পরিবারকেই হতে হবে ইমানি চেতনা ও নৈতিকতার অভেদ্য দুর্গ। এটাই আমাদের আত্মরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার।”

এই পাতার আরো খবর
Our Like Page