ইসকন হিন্দুধর্ম নয়, ভারতের ‘র’ এর হাতিয়ার—অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের
হিন্দুধর্মের ভাবমূর্তি নষ্ট ও এ দেশীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে ইসকন (ISKCON) কাজ করছে বলে অভিযোগ তুলেছেন সিএইচটি সম্প্রীতি জোটের সমন্বয়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক। তিনি দাবি করেন, ইসকন কোনোভাবেই মূল হিন্দুধর্মের ধারার অংশ নয়, বরং বিদেশি স্বার্থে পরিচালিত একটি সংগঠন, যার সাথে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW)–এর প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন,
“ইসকন কোন হিন্দুধর্ম নয়। ইসকন নিষিদ্ধ চাওয়াকে যারা হিন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র বলছে—তারাই ইসকনকে ব্যবহার করে ভারতের ‘র’ এর কার্যক্রম অব্যাহত রাখতে চায়। বাংলাদেশে শান্তিপ্রিয় হিন্দু সম্প্রদায় ইসকনের সাথে নেই, বরং তারা নিজেরাই এই দুর্বৃত্ত চক্রের কারণে বিব্রত।”
তিনি আরও বলেন, হিন্দুধর্মের ভাইদের আওয়ামিলীগ ভারতীয় দালাল ট্যাগ দিয়ে মুসলমানদের সাথে বৈরি সম্পর্ক তৈরি করে গেছে। এই ট্যাগমুক্ত হতে সকল বাংলাদেশী হিন্দুদের রাজপথে নেমে ইস্কন নামক এনজিও কে নিষিদ্ধ করার আহবান জানিয়ে রাজপথে সোচ্চার হওয়ার আহবান জানান। “ইসকনের কার্যক্রম স্পষ্টভাবে রাষ্ট্রবিরোধী। সংবিধান ও সার্বভৌমত্ব বিরোধী নানা প্রচারণায় তারা জড়িত। বাংলাদেশে ইসকনকে কেন্দ্র করে বিদেশি হস্তক্ষেপ বাড়ছে যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।”


