মাগুরা, ২৪ অক্টোবর ২০২৫:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন, যে নির্বাচন কমিশন বারবার জানিয়েছে—আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তিনি বলেন, সরকারের ওপর কোনো চাপ নেই, দেশি বা বিদেশি কেউ বলছে না আওয়ামী লীগকে নির্বাচনি প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে। বরং বিদেশিরা অবাক যে, জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া হত্যাযজ্ঞের পরও কেন আওয়ামী লীগ অনুতপ্ত নয়।
শুক্রবার সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকায় নবগঙ্গা পার্কে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে সব দল একই কাতারে থাকবে এবং জনগণ উৎসাহের সঙ্গে ভোটে অংশ নেবে, কারণ অতীতে অনেক ভোটে অংশ নিতে পারেনি। তিনি আরও উল্লেখ করেন, গত ১৫ বছরে দেশের প্রায় ১০–১৫ হাজার নির্বাচন অনিয়মে ভরা ছিল, প্রতিটি নির্বাচনে চুরি, ঘুষ ও টাকার বিনিময়ে প্রার্থীর বসানো হয়েছিল।
ইতিহাসের উদাহরণ টেনে শফিকুল আলম বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৯২ সালে পার্মানেন্ট সেটেলমেন্টের মাধ্যমে দেশকে জমিদারদের হাতে তুলে দিয়েছিল; ঠিক তেমনভাবে অতীতেও নির্বাচনী প্রক্রিয়া পরিচালিত হয়েছে।
তিনি নিশ্চিত করেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশে হবে শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য (Peaceful, Free, Fair and Credible) নির্বাচন।
সকালে তিনি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল কাদের ও আরডিসি উম্মে তাহমিনা মিতু উপস্থিত ছিলেন।


