শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ মানবতাবিরোধী মামলার ১৫ সেনা কর্মকর্তা কারাগারে: প্রথম দিন কেমন কাটল দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৫ যে আসনে বিজয়ী প্রার্থীর দল সরকার গঠন করে: সিলেট-১ আসনে উত্তাপ বাড়ছে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে জর্জরিত দক্ষিণ আফ্রিকা আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস, লঘুচাপে সক্রিয় আবহাওয়া নিত্যপণ্যের উচ্চমূল্যে অস্বস্তিতে সাধারণ মানুষ, কমেনি মুরগি-মাছের দাম রডে ঝুলে থাকা অবস্থায় পুলিশের ৬ গুলি, সাক্ষ্যতে বললেন আহত সেই তরুণ
Headline
Wellcome to our website...
রডে ঝুলে থাকা অবস্থায় পুলিশের ৬ গুলি, সাক্ষ্যতে বললেন আহত সেই তরুণ
প্রকাশ কাল | শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৭:১২ পূর্বাহ্ন
রামপুরা গুলি মামলা, আমির হোসেন সাক্ষ্য, ট্রাইব্যুনাল-১, পুলিশ গুলি, ছাত্র আন্দোলন, এএসআই চঞ্চল গ্রেফতার, মানবতাবিরোধী অপরাধ মামলা, ঢাকা
সংগৃহীত ছবি

রডে ঝুলে থাকা অবস্থায় পুলিশের ৬ গুলি, সাক্ষ্যতে বললেন আহত সেই তরুণ

রামপুরা: গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের দিন (১৯ জুলাই) রাজধানীর রামপুরা এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদে রডে ঝুলে থাকা অবস্থায় ছেলেটিকে লক্ষ্য করে বরাবর ছয় রাউন্ড গুলি চালানোর ঘটনা নিয়ে মঙ্গলবার (তারিখ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দেন আহত যুবক আমির হোসেন (১৮)। এই মামলায় রাষ্ট্রপক্ষের গ্রেফতারকৃত একজন আসামি—এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে উপস্থিত করে ট্রাইব্যুনাল শুনানি করে।

ট্রাইব্যুনালে সাক্ষ্যর সময় আমির বলেন, আন্দোলনের সময় তিনি পুলিশ ও বিজিবির গুলির ভয়ে ভবনের চতুর্থ তলার ছাদে উঠে রডে ঝুলে আশ্রয় নেন। তিনজন পুলিশ সদস্য তাঁর পিছু করে ছাদে ওঠে। পুলিশের উপস্থিতি দেখেই রড ধরে ঝুলে থাকার পরও প্রথমে একজন পুলিশ তাঁর পা লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করেন। পরে আরেক পুলিশ এসে আরও তিন রাউন্ড গুলি করলে মোট ছয়টি গোলি তাঁর দু-পায়ে লাগে। একপর্যায়ে তিনি জ্ঞান হারান। জবানবন্দিতে তিনি এভাবেই ঘটনার বিবরণ দেন।

ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলের সামনে আমিরের জবানবন্দি রেকর্ড করা হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনাল আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সাক্ষ্যগ্রহণ স্থগিত করেন।

আহত আমির বিস্তারিত বলেন— ২০২৪ সালের ওই দিন তিনি আফতাবনগরের একটি দোকান থেকে বাসায় ফেরার পথে রামপুরা খালের ওপর সাঁকো পার হতে গিয়ে রাস্তায় পুলিশের গুলির শব্দ দেখতে পান। ভয়ে তিনি পাশের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার ছাদে উঠে রড ধরে ঝুলে পড়েন। তখন তিনজন পুলিশ তাঁর ওপর এসে পরপর গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ফেমাস হাসপাতালে নেওয়া হয়; অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ ও অন্যান্য হাসপাতালে চিকিৎসা হয়েছে। গুলিতে পায়ের রক্তনালি ছিঁড়ে যাওয়ায় অপারেশন ও দীর্ঘ পুনর্বাসন প্রয়োজন হয়—এখনও মাঝে মাঝে ফিজিওথেরাপি করেন তিনি।

সাক্ষ্যগ্রহণের সময় এএসআই চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে আইনজীবী সারোয়ার জাহান জেরা করেন। জেরার এক পর্যায়ে আমিরের প্যান্ট খুলে লুঙ্গি পরিয়ে গুলির চিহ্ন দেখেন ওই আইনজীবী। রাষ্ট্রপক্ষের হয়ে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও বিএম সুলতান মাহমুদ। আসামিপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন— সারোয়ার জাহান, এরশাদুল হক বাবু ও সারমিন সুলতানা।

আইনগত পরিস্থিতি: গত ৭ আগস্ট এ মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট পাঁচ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অন্য চার আসামি হলেন— রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়া, ডিএমপি খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার। এর মধ্যে চঞ্চলকে গ্রেফতার দেখানো হয়েছে; বাকি চারজন পলাতক রয়েছেন।

আহত সাক্ষীর ভাষ্য থেকে আদালতে রাষ্ট্রপক্ষ দাবি করেছে— ঘটনাস্থলে বেআইনি গণহত্যা বা অযাচিত গতিবিধি চালানোর প্রমাণ থাকলে তা তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা হবে। আর আসামিপক্ষ জারি করা প্রশ্ন-উত্তরে তাদের দাবি, ঘটনাচক্রে বা আত্মরক্ষার নামে পুলিশের কিছু কর্মকাণ্ড সংঘটিত হয়েছিল—এসব দিকও আইনি প্রক্রিয়ায় যাচাই-বাছাই হবে।

ট্রাইব্যুনালের পরবর্তী কার্যবিধি হিসেবে সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখা হয়েছে; মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ পুনরায় কখন শুরু হবে সে সম্পর্কে আদালত পরবর্তী আদেশ দেবেন। আহত আমির এই ঘটনার জন্য দায়ীদের শাস্তি দাবি করেছেন।

এই পাতার আরো খবর
Our Like Page