বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
রূপগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিয়ন্ত্রণে গাজী বাহিনীর দাপট রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসার আশঙ্কা প্রধান উপদেষ্টার নোয়াখালীর সুবর্ণচরে যুবদলের শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেঙ্গু আক্রান্তে মারা গেলেন বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী ভিয়েতনামে ২৪ ঘণ্টায় ১,০৮৫ মিলিমিটার বৃষ্টিতে মধ্যাঞ্চল প্লাবিত আইয়ুব বাচ্চুর গান গেয়ে ভাইরাল সালমান শাহ হত্যার আসামি খল-অভিনেতা ডন ভুয়া কোম্পানি খুলে ১৭ হাজার কোটি টাকা ঋণ ও বিদেশে পাচার: সাবেক মন্ত্রী সাইফুজ্জামান ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলা মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠাতে কড়াকড়ি শর্ত ঘোষণা
Headline
Wellcome to our website...
ডেঙ্গু আক্রান্তে মারা গেলেন বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী
প্রকাশ কাল | বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮:১৩ পূর্বাহ্ন
হাফেজ ত্বকী মৃত্যু, ডেঙ্গু, কুমিল্লা, হিফজ কুরআন, জানাজা, ত্বকীর বাবা, ইসলামিক প্রতিযোগিতা, মাদ্রাসা
ছবি সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন হাফেজ সাইফুর রহমান ত্বকী

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন বারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী। তার জানাজা মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

জানাজার আগে সন্তানের মৃত্যুতে শোকাহত বাবা বদিউল আলম আবেগঘন বক্তব্যে বলেন, “আমার ছেলে হাসপাতালের আইসিইউতে যতটুকু প্রাণশক্তি ছিল, সেটুকু দিয়ে জিকির করেছে। আমি বেডের কাছে গিয়ে শুনতাম আমার ছেলে কী করছে। তার প্রতিটি নিঃশ্বাসে আমি জিকিরের শব্দ শুনেছি।”

বদিউল আলম আল্লাহর কাছে আরজি জানান, “আল্লাহ যদি আমার ছেলের হায়াত না থাকে, তাকে তুমি ঈমানের সঙ্গে নিয়ে যাও।” তিনি আরও জানান, ত্বকী জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাবা বলেন, “ইসলামের নিয়ম অনুযায়ী জীবন যাপন করত আমার ছেলে। সে যখন মারা যায়, আমার কষ্ট হয়েছে, তবে আমি জানি আমার রবের সন্তুষ্টি কী।”

জানাজার পর হাফেজ ত্বকীর লাশ উত্তরপাড়া পীরমুড়ি কবরস্থানে দাফন করা হয়েছে। শোকাহত পরিবারের পাশাপাশি গ্রাম ও আশেপাশের এলাকার মানুষ জানাজার জন্য উপস্থিত ছিলেন।


হাফেজ ত্বকীর জীবন ও কৃতিত্ব

হাফেজ ত্বকী ২০০০ সালে কুমিল্লা মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাবা বদিউল আলমের পাঁচ ছেলের মধ্যে বড় ছিলেন।

ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং একাধিকবার কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হন। নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় কিতাব বিভাগেও পড়াশোনা করছিলেন।

আন্তর্জাতিক অঙ্গনে তিনি জর্ডান, কুয়েত ও বাহরাইনে কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হন।


ডেঙ্গুতে মৃত্যু ও শোক

স্বজনরা জানিয়েছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালেই রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ত্বকী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানাজার আগে শিক্ষক, ভাই ও স্থানীয়রা তার স্মৃতি রোমন্থন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও হাফেজ ত্বকীর অকাল মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেছেন।

এই পাতার আরো খবর
Our Like Page