জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | Qtv Bangla
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।
নেত্রকোনা ছোট বাজারস্থ জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, এবং বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এসএম মনিরুজ্জামান দুদু।
সভাটি সঞ্চালনা করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোকছেদুল আলম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) প্রান্ত পাঠান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মুত্তাকীবিল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কেবল একটি রাজনৈতিক উপলক্ষ নয়, এটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। তারা বলেন, এই দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সভায় ছাত্রদল নেতারা সরকারের একদলীয় শাসন, গণগ্রেপ্তার, ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ সৃষ্টির দাবি জানান।
সভায় নেতারা সংগঠনের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, ছাত্রদল হবে জনগণের অধিকার আদায়ের অন্যতম শক্তি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রথম সারির সৈনিক।
সভা শেষে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


