শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: নভেম্বরেই ইসির সংলাপ শুরু
প্রকাশ কাল | রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৬:৪৬ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশন, ইসি সংলাপ, ভোট প্রস্তুতি, জাতীয় পার্টি, আচরণবিধি গেজেট, পোস্টাল ভোট, গণভোট, বাংলাদেশ নির্বাচন ২০২৫
ফাইল ছবি | সংগ্রহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিলের আগে নভেম্বরেই রাজনৈতিক সংলাপ শুরু করবে ইসি

নিজস্ব প্রতিবেদক | জাতীয়  http://www.qtvbanglahd.tv

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগ মুহূর্তে সব প্রস্তুতি চূড়ান্ত করছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে আগামী ১৩ নভেম্বর থেকে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, প্রতিদিন সকাল ও বিকালে দুই দফায় একাধিক সমমনা দলের সঙ্গে একত্রে আলোচনা হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফশিল ঘোষণার পরিকল্পনা রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, এবার পৃথকভাবে সংলাপের আয়োজন করা হচ্ছে না। প্রতিটি বৈঠকে একাধিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। তফশিল ঘোষণার আগে এই সংলাপকেই কমিশন বড় ধরনের কাজ হিসেবে দেখছে। একই সঙ্গে নির্বাচনের সার্বিক পরিস্থিতি মূল্যায়নে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শিগগিরই বৈঠক করবে ইসি।

ইসি কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে। ডিসেম্বর মাসে তফশিল ঘোষণার লক্ষ্যে পরিকল্পনামাফিক কাজ এগোচ্ছে।”

ইসি সচিবালয় জানিয়েছে, ভোটার তালিকা হালনাগাদসহ পোস্টাল ভোটের কার্যক্রমও এগিয়ে চলছে। ১৬ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালুর মাধ্যমে প্রবাসী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ডাকযোগে ভোট দিতে পারবেন।

ইসি সূত্র জানায়, আচরণবিধি সংশোধনের গেজেট প্রকাশ হতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই। নতুন বিধিমালায় নির্বাচনি প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ, তবে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহারের অনুমতি থাকবে। এছাড়া প্রার্থিতা বাতিলসহ শাস্তিমূলক ধারা যুক্ত করা হয়েছে।

এদিকে, নির্বাচন পরিচালনা বিধিমালাআচরণবিধি সংশোধনীর খসড়া প্রায় চূড়ান্ত। চলতি মাসেই নতুন রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন কার্যক্রমও শেষ হবে।

তবে গণভোট বিষয়ে এখনো সরকারের আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি ইসি। কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সরকারের অনুমোদন পেলেই গণভোট আয়োজনের প্রস্তুতি শুরু হবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “তফশিল ঘোষণার আগে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করতে হবে। তাই একাধিক দল নিয়ে একত্রে বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।”

সবশেষে কমিশনের এক সূত্র জানায়, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ভোট গ্রহণের নির্দেশনা দিয়েছে। সে অনুযায়ী ১২ ফেব্রুয়ারির মধ্যে ভোট আয়োজনের লক্ষ্য নিয়েই কাজ করছে ইসি।

এই পাতার আরো খবর
Our Like Page