আল আমিন | স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | www.qtvbanglahd.tv
৯ নভেম্বর ২০২৫ | রাজনীতি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রবিবার (৯ নভেম্বর) বিকেলে আয়োজিত এক বিশাল শোভাযাত্রায় অংশ নেন লক্ষ্যাধিক নেতাকর্মী ও সাধারণ জনতা। সুসজ্জিত ব্যানার-ফেস্টুন, ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে বর্ণাঢ্য এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে।
বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত রূপগঞ্জের আকাশ মুখরিত হয় বাদ্যের তালে তালে শ্লোগানে। শোভাযাত্রাটি বলাইখা থেকে শুরু হয়ে ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট এলাকা প্রদক্ষিণ করে শেষ হয় বিসমিল্লাহ আড়তে।
শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রূপগঞ্জবাসী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে বিপুল ভোটে জয়ী করবে। বক্তারা আরও বলেন, “দিপু ভুঁইয়া নির্বাচিত হলে রূপগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।”
এ সময় বক্তারা দিপু ভুঁইয়ার প্রতি তাদের আস্থা ব্যক্ত করেন এবং বলেন, রূপগঞ্জের প্রতিটি মানুষ তার পাশে আছে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস, ব্যানার, পতাকা ও স্লোগানে রূপগঞ্জের বিভিন্ন সড়ক ছিল সরগরম।
উল্লেখযোগ্য উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন—নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সৌদি আরব যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব রনি, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক নুর হাসান বাবুল, যুবদল নেতা আবু মুহাম্মদ মাসুম, আফজাল কবির, মফিকুল ইসলাম খান, আজিম সরকার, সোহেল মিয়া, ইয়াছিন মিয়া, বিএনপি নেতা বাকির হোসেন, সালাহউদ্দিন দেওয়ান, আব্দুল আজিজ মাস্টার, এডভোকেট হেলাল উদ্দিন, বাবুল ভেন্ডার, সেলিম ভুঁইয়া, মজিবুর রহমান ভুঁইয়া, তাশিক হক ওসমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, সুলতান ইসমাইল মামুন, মাসুম বিল্লাহ প্রমুখ।
স্থানীয়রা জানান, রূপগঞ্জে এই প্রথমবারের মতো এত বিশাল আয়োজনে রাজনৈতিক শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। অনেকে বলেন, “এটি ছিল এক ঐতিহাসিক দিন, যা রূপগঞ্জের মানুষ দীর্ঘদিন মনে রাখবে।”


