নিজস্ব প্রতিবেদক
আকিদার বিষয়ে কোনো সমঝোতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভারতের জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি ও বিশ্বখ্যাত আলেম মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী। শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে তিনি এ বক্তব্য দেন।
সম্মেলনে তিনি স্পষ্টভাবে বলেন, “আমাদের নবীর পরে কোনো নবী নেই। যারা এটি মানে না তারা ইসলাম থেকে বের হয়ে যায়; আর যারা তাদের মানে তারাও ইসলাম থেকে বেরিয়ে যায়।” তিনি জোর দিয়ে বলেন, আকিদার ক্ষেত্রে সমঝোতার প্রশ্নই আসে না—বিশেষত যখন তা সরাসরি রাসুলুল্লাহ (সা.)–কে কেন্দ্র করে।
মাহমুদ মাদানী আরও বলেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষার দায়িত্ব প্রতিটি মুসলমানের। এজন্য গ্রাম-গঞ্জের সব মানুষের কাছে সঠিক আকিদা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। “খতমে নবুওয়ত রক্ষায় আমরা কাজ চালিয়ে যাব, ইনশাল্লাহ এর মাধ্যমে আল্লাহর রহমত লাভ হবে।”
এ সম্মেলনটি আয়োজন করে খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ। কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে দেশের বিভিন্ন জেলা থেকে সমাবেশে যোগ দেন হাজারো ধর্মপ্রাণ মুসলিম। সকাল ৯টায় শুরু হওয়া এ মহাসম্মেলনে বাংলাদেশসহ পাঁচটি দেশের শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন।
পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম সভাপতি মাওলানা ফজলুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, আন্তর্জাতিক খতমে নবুওয়ত মুভমেন্টের শায়খ আব্দুর রউফ মক্কিসহ মিসর, পাকিস্তান ও ভারতের বিশিষ্ট আলেমরা এতে অংশ নেন।
বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম, জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
মহাসম্মেলনে বক্তারা বলেন, মুসলিম উম্মাহর ঐক্য রক্ষায় খতমে নবুওয়তের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়।


