নিজস্ব প্রতিবেদক । জাতীয় রাজনীতি । Qtv Bangla
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণের ভোটের লড়াই। তিনি বলেন, “আমরা সংখ্যালঘু বা সংখ্যাগুরুতে বিশ্বাস করি না। সবাই এই দেশের নাগরিক। তাই জামায়াত ক্ষমতায় এলে কাউকে নির্যাতন করা হবে না।”
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহের দাবি করেন, ছাত্র রাজনীতিতে জামায়াতের শক্তি বেড়েছে। ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্রতি শিক্ষার্থীদের সমর্থন তার প্রমাণ বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, “আগামী নির্বাচন হবে সত্যের পক্ষে ভোটের নির্বাচন।”
তিনি আরও বলেন, “জামায়াত সরকারে থাকা অবস্থায় দুইজন মন্ত্রী ছিলেন, কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। আমাকে গ্রেফতারের পরও কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়নি। পরে দুদক স্বীকার করেছে, ভুল তথ্যের কারণে আমাকে গ্রেফতার করা হয়েছিল।” তাঁর দাবি, বিভিন্ন সময়ে জামায়াতের ৬২ এমপি ছিলেন—এদের বিরুদ্ধেও কোনো দুর্নীতির মামলা হয়নি।
জনসভায় সভাপতিত্ব করেন গুনবতী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইউসুফ মেম্বার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান ও ঢাকা মহানগরী উত্তরের জামায়াত নেতা ভিপি শাহাব উদ্দিন।
এ ছাড়া বক্তব্য দেন—জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন ধর্মাবলম্বী প্রতিনিধিরা। জনসভায় অংশ নেন আওয়ামী লীগের হামলায় দৃষ্টিশক্তি হারানো এক শিবির কর্মীসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।


