শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
তিনবার মৃত্যুদণ্ড পেয়ে ফিরলেন লুৎফুজ্জামান বাবর
প্রকাশ কাল | রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:৪৬ পূর্বাহ্ন
বাংলাদেশ রাজনীতি, বিএনপি, লুৎফুজ্জামান বাবর নির্বাচনি প্রচারণা,নেত্রকোনা, রায়, মৃত্যুদন্ড,
সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, তাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং এত মৃত্যুদণ্ড একসঙ্গে দেশের আর কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি। তিনি বলেন, “আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ও ভালোবাসায় দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব—এটা কখনো ভাবিনি।” এজন্য আল্লাহ, দলীয় নেত্রী খালেদা জিয়া এবং দলীয় নেতা তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শনিবার নেত্রকোনা-৪ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকা মদনে গণসংযোগে অংশ নেন তিনি। নায়েকপুর ও ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই বক্তব্য দেন।

বাবর বলেন, “মদনের মানুষ আমার জন্য কী করেছে—আমি ভুলব না। তারা আমার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে। তাদের এ ঋণ কখনো শোধ করতে পারব না।”

গণসংযোগে উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বাবর বাশরী ঈদগাহ মাঠ, নায়েকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাখনা গোয়াইলবাড়ী মোড়, রাজতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়, পাছ আলমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমশ্রী মোড়, বরাটি বাজার, ফতেপুর ধানকুনিয়া ব্রিজ, ফতেপুর দেওয়ানবাড়ী মোড়, হাটশিরা বাজার, দক্ষিণকান্দা বাজার ও হাসনপুর বাজারসহ বিভিন্ন স্থানে নির্বাচনি সফর করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

এই পাতার আরো খবর
Our Like Page