ছবি: সংগৃহীত
দিল্লি-কলকাতার পর দূষণে শীর্ষে ঢাকা
ডেস্ক রিপোর্ট । জাতীয় সংবাদ । Qtv Bangla
বিশ্বের দূষিত বায়ুর তালিকায় আবারও শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ৭টায় দিল্লির স্কোর ছিল ৫৫৯, যা ‘দুর্যোগপূর্ণ’ মাত্রার দূষণ।
দ্বিতীয় স্থানে আছে ভারতের কলকাতা এবং তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর—দুই শহরেরই স্কোর ২১১। চতুর্থ স্থানে রয়েছে মিশরের কায়রো, স্কোর ২০২।
এদিন ঢাকার স্কোর ছিল ১৮১, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তালিকায় ঢাকা ৫ম অবস্থানে রয়েছে। শীর্ষ দশ দূষিত শহরের বাকি শহরগুলোর স্কোর ছিল ১৬০ থেকে ১৮০-এর মধ্যে।
এই পাতার আরো খবর
Our Like Page


