রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
Qtv Banglaএর বরিশাল ব্যূরো প্রধান এম ইসলাম জাহিদ স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছে
প্রকাশ কাল | রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবের পরিচালনা কমিটি–২০২৬ গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় ক্লাবের কার্যালয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সাংবাদিক সদস্যদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও তাদের গুরুত্বপূর্ণ মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে।
পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এম ইসলাম জাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আজিজুল ইসলাম, সহ-সভাপতি: সাইফুল ইসলাম ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান (মিলন) ,সাংগঠনিক সম্পাদক ডা. মো. ওবাইদুল হক। কমিটি গঠন প্রক্রিয়া নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সদস্যদের মাঝে সন্তোষ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবের সঙ্গে সম্পৃক্ত একদল সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক জাতীয় ও আঞ্চলিক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় স্বরূপকাঠি উপজেলার মাঠভিত্তিক অর্থনৈতিক প্রতিবেদন, গ্রামীণ উন্নয়ন বিশ্লেষণ এবং শাসন-সম্পর্কিত বস্তুনিষ্ঠ সংবাদ নিয়মিতভাবে প্রেরণ করে আসছেন। এসব প্রতিবেদন ও সংবাদ এই জনপদের সমস্যা ও সম্ভাবনাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্যোক্তাদের নজরে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা স্থানীয় আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিবাচক প্রভাব ফেলছে।
ফলাফল ঘোষণার পর শীতের সন্ধ্যাকে আরও আনন্দঘন করে তুলতে আয়োজন করা হয় শীতকালীন ঐতিহ্যবাহী খেজুর রসে ভেজানো চিতই পিঠার আপ্যায়ন। এরপর সদস্যদের জন্য পরিবেশিত হয় মুখরোচক রাতের খাবার।
সমাপনী বক্তব্যে সভাপতি এম ইসলাম জাহিদ সফলভাবে কমিটি গঠন করায় সকল সদস্য ও অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকল সাংবাদিক সদস্যকে ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও প্রেরণের মাধ্যমে প্রেসক্লাবের অর্জিত সুনাম অক্ষুণ্ন রাখার উদাত্ত আহ্বান জানান।
এ সময় সার্বিক আয়োজন ও আপ্যায়নে বিশেষ সহযোগিতার জন্য ক্লাবের অন্যতম সংগঠক সিনথিয়া মৌরিন নীপার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এই পাতার আরো খবর
Our Like Page