
আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ঠাকুরগাঁওয়ের রিনা বেগম। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনে পার্বতীপুর ও দিনাজপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় চলন্ত অবস্থায় তার প্রসব ব্যথা শুরু হয়। পরে যাত্রীদের সহায়তায় ট্রেনেই নিরাপদে সন্তান প্রসব করেন তিনি।
জানা যায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বড়বাড়ি গ্রামের বাসিন্দা সেলিম হোসেনের স্ত্রী রিনা বেগম ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। সন্তান প্রসবের জন্য স্বামীর সঙ্গে শুক্রবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে রওনা দেন তারা। পথিমধ্যে হঠাৎ করেই প্রসব বেদনা শুরু হলে ট্রেনের যাত্রীরা এগিয়ে এসে সহায়তা করেন। পরে রাত পৌনে ৯টায় দিনাজপুর স্টেশনে পৌঁছালে ফায়ার সার্ভিসের সদস্যরা রিনা বেগম ও নবজাতককে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান বলেন, ‘প্রসূতি ট্রেনে সন্তান প্রসব করার ঘটনাটি জানার পর আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা রেলওয়ে স্টেশনে অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছায়। পরে মা ও শিশুকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’