পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে, কোনো মেয়াদ নেই: ভারতের সেনাবাহিনী

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। একইসঙ্গে এই যুদ্ধবিরতির মেয়াদের শেষের কোনো তারিখ নেই। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যম।
রোববার (১৮ মে) একজন সেনা কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্মত যুদ্ধবিরতি অব্যাহত থাকবে
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি অস্থায়ী ছিল এবং আজই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হবে এমন ধারণা উড়িয়ে দিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘নয়াদিল্লি ও ইসলামাবাদের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস) আলাপচারিতায় যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই।’
এই পাতার আরো খবর