রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
এশিয়ার জু-জিৎসু চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে স্বর্ণপদক পাকিস্তানের আইনি নোটিশ
প্রকাশ কাল | সোমবার, ২৬ মে, ২০২৫, ৮:২১ পূর্বাহ্ন

এশিয়ার জু-জিৎসু চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে পাকিস্তান। দেশটির জু-জিৎসু অ্যাথলেট বানু কৌসার ভারতের রিচা শর্মাকে হারিয়ে এই পদক জিতেন। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।

জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পাকিস্তানের মুহাম্মদ আলী রশিদ ও মুহাম্মদ ইউসুফ আলী (পুরুষ ডুয়ো ক্যাটাগরি)-তে দুটি ব্রোঞ্জ পদক জয় করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। নারীদের ৪৮ কেজি কন্টাক্ট ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছেন বানু কৌসার।

পাকিস্তান জু-জিৎসু ফেডারেশনের চেয়ারম্যান খালিল আহমেদ খান বলেন, ‘এগুলো শুধু পদক নয়, বরং প্রমাণ যে পাকিস্তানি অ্যাথলেটরা বিশ্বমানের। কোচ, খেলোয়াড় এবং সমর্থনকারী সবার অক্লান্ত পরিশ্রমের ফল এটি।’

পাকিস্তান জু-জিৎসু ফেডারেশনের মহাসচিব তারিক আলী বলেন, ‘নারী ও যুব অ্যাথলেটদের প্রদর্শিত সাহস ও আবেগ আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। এটি পাকিস্তানে জু-জিৎসু খেলার জন্য একটি মাইলফলক।’

৩ দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপে এশিয়ার শীর্ষস্থানীয় প্রতিযোগীরা অংশ নিয়েছেন। আজ সোমবার (২৬ মে) প্রতিযোগিতা শেষ হবে, যেখানে পাকিস্তানের দল আরও পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

এই পাতার আরো খবর
Our Like Page