রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
জোয়ারের তাণ্ডবে বিলীন কুয়াকাটা মেরিন ড্রাইভের আংশিক
প্রকাশ কাল | শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৭:৩০ পূর্বাহ্ন

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

সাগরকন্যা কুয়াকাটা সৈকতের ১৩০০ মিটার দীর্ঘ মেরিন ড্রাইভের এক তৃতীয়াংশ জোয়ারের তাণ্ডবে ভেঙে গেছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে মাত্র কয়েক ঘণ্টার জোয়ারে এ ঘটনা ঘটে।

শুধু মেরিন ড্রাইভই নয়, মেরিন ড্রাইভ রক্ষায় গাইডওয়াল, ওয়াকওয়েও ভেঙে পড়েছে জোয়ারের পানিতে।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারী প্রতিষ্ঠানের নিম্নমানের কাজ ও সঠিক তদারকি না থাকায় উদ্বোধনের আগেই মেরিন ড্রাইভের এই অবস্থা হয়েছে।

কুয়াকাটা পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২৪ সালে পর্যটকদের সুবিধা ও কুয়াকাটা সৈকতের সৌন্দর্য রক্ষায় মেরিন ড্রাইভের আদলে দুই কিলোমিটার সড়ক নির্মাণের কাজ হাতে নেয় তারা। এতে ব্যয় ধরা হয় চার কোটি ৮৬ লাখ টাকা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, অমাবস্যার জোয়ার, নিম্নচাপের প্রভাবেই যদি মেরিন ড্রাইভের এই অবস্থা হয় তাহলে বড় ধরনের কোনো ঘূর্নিঝড় বা জলচ্ছাসে এটির কোনো অস্তিত্বই থাকবে না। দ্রুত বিষয়টির প্রতি প্রশাসনের নজর দেয়ার তাগিদ দিলেন তারা।

জানতে চাইলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, কুয়াকাটা পৌরসভায় প্রশাসক নিয়োগের আগেই সংশ্লিষ্ট ঠিকাদার কাজের কিছু বিল উত্তোলন করেছেন। বিলের বাকি টাকা দেয়া হয়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কাজে কোনো গাফেলতি কিংবা অন্য অভিযোগ থাকলে সেটিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এই পাতার আরো খবর
Our Like Page