রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
নির্বাচন চায় না একজন, তিনি হলেন ড. ইউনূস: মির্জা আব্বাস
প্রকাশ কাল | শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৭:৩৪ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তিনি জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করেছেন। এতে লজ্জাও লাগলো না, দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে। তিনি বললেন—একটি দল নির্বাচন চায়। আর আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, তিনি হলেন ড. ইউনূস।

শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীর কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপি বারবার নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে। এই ডিসেম্বরের কথা কিন্তু ড. ইউনূস স্বয়ং বলেছেন। আমরা বলিনি, পরবর্তীতে তিনি ‘শিফট’ করে চলে গেলেন জুন মাসে। এই সময়ে নির্বাচন হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয়, ডিসেম্বরের মধ্যেই করতে হবে।

তিনি আরও বলেন, সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করেছে সরকার। কিন্তু সংস্কারের কথা বলতে বলতে এখন তারা নির্বাচন দেখতে চায় না।

এই পাতার আরো খবর
Our Like Page