বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিংনিউজ-
দেশে স্বর্ণের দাম আরও কমলো, ভরিতে ১০ হাজার টাকারও বেশি হ্রাস আইসিসি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সোবহানা ও ফারজানার উন্নতি হাতিয়াকে নদীবন্দর হিসেবে স্বীকৃতি, ডিসেম্বরেই ফেরি চলাচলের ঘোষণা কানের ভেতর ডিভাইস নিয়ে ধরা খেলেন কৃষ্ণকান্ত, রংপুরে প্রোক্সি পরীক্ষার্থীর কারাদণ্ড ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত অভিনেতা হাসান মাসুদ, হাসপাতালে ৮৩ ‘সন্তানের মা’ হচ্ছে এআই মন্ত্রী ডিয়েলা – আলবেনিয়ার প্রযুক্তি বিপ্লবে নতুন চমক এনসিপি কোন জোটে যাবে, জানালেন আহ্বায়ক নাহিদ নতুন সামাজিক সংগঠন সিএইচটি সম্প্রীতি জোট আত্মপ্রকাশ মেট্রোরেল পিলার থেকে পড়ে নিহত এক ব্যক্তি, তদন্ত শুরু ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে: জামায়াত আমির
Headline
Wellcome to our website...
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার, কেরালায় সংক্রমণ সর্বোচ্চ
প্রকাশ কাল | শনিবার, ৩১ মে, ২০২৫, ৯:২১ পূর্বাহ্ন

ভারতে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গেলো কয়েক দিনে দেশটিতে দুই হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘কোভিড-১৯’-এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭শ’ ১০ জনে। যার মধ্যে শুধুমাত্র কেরালাতেই আক্রান্তের সংখ্যা ১ হাজার একশ’ ৪৭ জন। গত কয়েকদিনে দেশজুড়ে কোভিডে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, কেরালার পরেই সর্বাধিক সংক্রমণ দেখা গেছে মহারাষ্ট্র (৪২৪) ও দিল্লিতে (২৯৪)। অন্যদিকে, গুজরাটে (২২৩), তামিলনাড়ুতে (১৪৮), কর্ণাটক (১৪৮) ও পশ্চিমবঙ্গ (১১৬)।

২০২০ সালে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন কেড়ে নেয় করোনা মহামারী। চীনের উহান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। ভয়ংকর সেই করোনা ভাইরাস আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে প্রতিবেশী দেশ ভারতে।

ভারতের কেন্দ্রীয় কোভিড-১৯ ড্যাশবোর্ড অনুযায়ী, দেশটির বিভিন্ন রাজ্যে রোগীদের দেহে নতুন করে বাসা বেঁধেছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এনবি.১.৮.১।

সংক্রমণ বেড়ে যাওয়ার সাথে সাথে বেশকিছু মৃত্যুও দেখতে হয়েছে দেশটিকে। মহারাষ্ট্রে অন্তত চারজন, কেরালায় দুজন এবং কর্ণাটকে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।

এই পরিস্থিতিতে অন্যান্য রাজ্যগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ ও টিকা মজুত রাখার নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে আতঙ্কিত না হয়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভ্যারিয়েন্টের কারণে দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। যদিও অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ মৃদু, তবুও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।

এই পাতার আরো খবর
Our Like Page