রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
ব্রেকিংনিউজ-
নভেম্বরের মধ্যেই গণভোট চাই: সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান নির্বাচনের আগে সংঘাত অবশ্যম্ভাবী: মাহফুজ আলমের সতর্কবার্তা এবার সামিরাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি: শিরীন পারভিন হক ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ
Headline
Wellcome to our website...
রোনালদোর গোলে ফাইনালে পর্তুগাল, জার্মানির স্বপ্নভঙ্গ
প্রকাশ কাল | বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৭:৩৬ পূর্বাহ্ন

উয়েফা নেশনস লিগের সেমিফাইনাল ম্যাচে শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে উঠেছে পর্তুগাল। বুধবার (৪ মে) দিবাগত রাতে জার্মানির মিউনিখ শহরের ঐতিহাসিক আলিয়ান্‌জ অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে উত্তেজনা ও প্রতিযোগিতার কোনও ঘাটতি ছিল না।

ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো শেষদিকে গোল করে জয় নিশ্চিত করলেও, পর্তুগিজদের জয়ের নেপথ্য নায়ক ছিলেন লেফট ব্যাক নুনো মেন্ডেস। দুর্দান্ত এক পারফরম্যান্সে পুরো ম্যাচজুড়ে আলো ছড়ান এই লেফট-ব্যাক।

তবে অ্যালিয়াঞ্জ আরেনায় ম্যাচের শুরুটা ছিল জার্মানির নিয়ন্ত্রণে। প্রথম ২০ মিনিটেই লিয়ন গোরেৎজকার একটি জোরালো শটসহ দুইবার দারুণ সেভ করে পর্তুগালকে রক্ষা করেন গোলরক্ষক দিয়োগো কস্তা। বিরতির ঠিক পরপরই পর্তুগালের গোলের বড় সুযোগ আসে। নুনো মেন্ডেসের দারুণ এক ক্রসে রোনালদো এগিয়ে এসে শট নেন, কিন্তু বল চলে যায় বাইরে।

সেই হতাশার পরপরই জার্মানি ম্যাচে এগিয়ে যায়। জোশুয়া কিমিখের নিখুঁত পাসে ফ্লোরিয়ান ভার্টজ মাথা ছুঁইয়ে গোল করেন। ভিএআর সেই গোল নিয়ে সন্দেহ করলেও রেফারি মাঠের সিদ্ধান্তই বহাল রাখেন।

৬২ মিনিটে পর্তুগালের হয়ে মাঠে নেমেই ম্যাচে সমতা ফেরান ফ্রান্সিসকো কনসেইসাও। দূরপাল্লার এক বাঁকানো শটে জার্মান গোলরক্ষক টার স্টেগেনকে পরাস্ত করেন তরুণ এই ফরোয়ার্ড। এরপর ম্যাচের শেষদিকে তার টানা দুই শট রুখে দেন স্টেগেন, তবে শেষ রক্ষা হয়নি।

৬৮ মিনিটে অবশেষে ম্যাচের জয়সূচক গোলটি করেন রোনালদো। নুনো মেন্ডেসের পাস থেকে গোল করতে ভুল করেননি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। এই গোলেই ২৫ বছর পর জার্মানির বিরুদ্ধে জয় পেল পর্তুগাল।

পর্তুগালের এই জয়ে বড় অবদান রেখেছেন অভিজ্ঞ খেলোয়াড়রা। রোনালদো আবারও প্রমাণ করেছেন যে বড় মঞ্চে তিনিই দলের সবচেয়ে নির্ভরযোগ্য ভরসা। পাশাপাশি তরুণ ফ্রান্সিসকো কনসেসাওয়ের পারফরম্যান্স ছিল দারুণ প্রশংসনীয়। অন্যদিকে জার্মানির হয়ে ভার্টজ একটি গোল করলেও দলের মাঝমাঠ এবং রক্ষণভাগ কিছুটা দুর্বলতা দেখিয়েছে শেষ মুহূর্তে।

এই জয়ের মাধ্যমে পর্তুগাল এখন নেশনস লিগ ২০২৫-এর ফাইনালে পৌঁছে গেল। যেখানে তারা অপর সেমিফাইনাল বিজয়ীর মুখোমুখি হবে। আর সেটা হতে পারে ফ্রান্স কিংবা স্পেন। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে, যা ইতোমধ্যেই ফুটবল ভক্তদের উত্তেজনার পারদ বাড়াতে শুরু করেছে।

এই পাতার আরো খবর
Our Like Page