
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত দেড় দশকে সংঘটিত গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের যেকোনো ধরনের সহযোগিতা আন্তরিকভাবে গ্রহণ করার কথা জানিয়েছেন।
তিনি বলেছেন যে, তিনি চেয়েছিলেন জাতিসংঘ বাংলাদেশের চলমান তদন্ত প্রক্রিয়ায় সম্পৃক্ত হোক, যা এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। এই বিষয়ে জাতিসংঘের গুম বা নিখোঁজবিষয়ক ওয়ার্কিং গ্রুপের (ডব্লিউজিআইডি) ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানোস্কা এবং সদস্য আনা লোরেনা দেলগাদিলো পেরেজ সোমবার (১৬ জুন, ২০২৫) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
এই সাক্ষাতে জাতিসংঘের প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানায় এবং তদন্ত কমিশনের কাজের প্রশংসা করে। প্রধান উপদেষ্টা জানান যে, সরকার এই তদন্ত কমিশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়াচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, এই আইন হলে ভবিষ্যতে যেকোনো সরকারের জন্য কাউকে গুম করা অনেক কঠিন হবে।
জাতিসংঘের প্রতিনিধিদল এর আগে প্রায় এক দশক ধরে বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে আসার অনুমতি পাচ্ছিল না। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর তাদের এই পরিদর্শনের সুযোগ হয়েছে।